ভারতকে তো হারানো গেল, কোন পথে হামজার বাংলাদেশ
Published: 19th, November 2025 GMT
রাত ১১টার কাঁটা ছুঁই ছুঁই। সাংবাদিকদের ভরা কক্ষে হামজা চৌধুরী প্রবেশ করতেই করতালিতে ফেটে পড়লেন সবাই। ভারতকে হারানোর আনন্দে মাতোয়ারা সংবাদ সম্মেলন কক্ষ। সামনে বসতেই অভিনন্দন জানানো হলো হামজা চৌধুরীকে, গত রাতে ১–০ গোলে বাংলাদেশের জয়ের অন্যতম নায়ককে।
২২ বছর পর ভারতের বিপক্ষে জয়ে জাতীয় স্টেডিয়ামের গ্যালারি তখনো কাঁপছে। লাল-সবুজের ঢেউয়ে ভেসেছে দেশের ফুটবলতীর্থ। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় শুধুই একটা জয় নয়, এর চেয়েও বেশি কিছু। যখন আপনি জানবেন ভারতের কাছে হারের বা ড্র করার একের পর হতাশার গল্প, যখন জানবেন জিততে জিততে ড্র কিংবা হেরে মন খারাপ করে মাঠ ছাড়ার কাহিনি আছে অনেক, তখন এই জয় শুধু একটি জয়েই সীমাবদ্ধ থাকে না—হয়ে ওঠে অনেক আবেগময়।
২০০৩ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যে আবেগে ভেসেছিল গোটা দেশ; মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারিয়ে সাফের ফাইনালে উঠেছিল জর্জ কোটানের বাংলাদেশ। এরপর গত ২২ বছরের দুই দলের ১০ সাক্ষাতে বাংলাদেশ একটি ম্যাচও জেতেনি—৬ ড্র, ৪ হার। প্রায় দুই যুগ পর আবার ভারতকে হারাতে পারল লাল–সবুজের দল। সেদিক থেকে এই জয়ের মাহাত্ম্য অনেক। আর দশটা জয় থেকে পুরোপুরি আলাদা, যেখানে মিশে আছে গর্ব, অপেক্ষা ফুরোনোর তৃপ্তিও।
এমন উৎসবের রাতেই আরেকবার আলোয় উঠে এলেন ইংল্যান্ডে জন্ম নেওয়া, লেস্টার সিটির হয়ে এফএ কাপ জেতা ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। গতকাল ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচে গোল করে হয়তো নায়ক শেখ মোরছালিন, তবে দুরন্ত হেডে নিশ্চিত গোল বাঁচিয়ে হামজাও কেড়ে নেন আলো। অবশ্য হাজমার জন্য এ আর নতুন কি! বাংলাদেশের হয়ে আগের ছয় ম্যাচে চার গোল করে আলো ছড়িয়েছেন তো আগেই।
ভারতের বিপক্ষে নিজেকে নিংড়ে দেন হামজা.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ রতক
এছাড়াও পড়ুন:
গাজীপুরে কয়েল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় একটি কয়েল কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। বুধবার (১৯ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ফিনিশ নামে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, আজ দুপুর পৌনে ১টার দিকে বাঘের বাজার এলাকা অবস্থিত কয়েল কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনের ধোঁয়ায় পুড়ো এলাকা কালো হয়ে গেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুইটি এবং পরে আরো দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আরো পড়ুন:
শ্রীপুরে সাড়ে ৬ ঘণ্টা পর ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে
আশুলিয়ায় মসলা ভর্তি পিকআপে আগুন
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, “বাঘের বাজার এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের কয়েকটি ইউনিট কাজ করছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ