গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মিনিবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে চালক আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে একটি আসনের আংশিক পুড়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাতে এমসি বাজার এলাকায় প্রভাতী নামের একটি মিনিবাস রাস্তার পাশে দাঁড় করিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন চালক। রাত দুইটার দিকে বাসটির সামনের দিকের একটি আসনে পাশে আগুন দেখতে পেয়ে দ্রুত সেটি নিভিয়ে ফেলেন চালক।

মিনিবাসটি দিয়ে গার্মেন্টসের শ্রমিক আনা-নেওয়া হয় বলে জানান মালিক আবদুস সামাদ। তিনি বলেন, গতকাল রাতে তাঁকে ফোন করে ঘটনাটি জানান চালক। কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা জানাতে পারেননি।

অন্যদিকে আজ বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই মিনিবাসে আগুন দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বাসটিতে আগুন দিচ্ছে। একপর্যায়ে আগুন ধরিয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

আরও পড়ুনশ্রীপুরে মধ্যরাতে যুবদল নেতার ঝুটগুদামে অগ্নিকাণ্ড২ ঘণ্টা আগে

১১ সেকেন্ডর ওই ভিডিও দেখে আবদুস সামাদ জানান, অগ্নিসংযোগের ঘটনাটি তাঁর বাসের কি না, তা তিনি নিশ্চিত হতে পারছেন না। আগুনে তাঁর বাসের একটি আসনের সামান্য অংশ পুড়েছে। তবে বাসটির গঠন, রং ও অন্য বৈশিষ্ট্য দেখে ধারণা করা হচ্ছে, ভিডিওতে দেখানো বাসটিই এটি।

ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সেখানে গিয়েছিলাম। এমন কোনো ঘটনার অস্তিত্ব পাইনি। কেউ কিছু বলতেও পারছে না। ক্ষতিগ্রস্ত গাড়িটিও পাইনি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আগ ন দ র একট

এছাড়াও পড়ুন:

সেই হনুমানের স্থান হলো রংপুর চিড়িয়াখানায়

দিনাজপুরের হিলিতে ভারত থেকে আসা হনুমানটি গত কয়েকদিন যাবৎ ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন সরকারি দপ্তরে। অবশেষে বনবিভাগ, প্রাণিসম্পদ বিভাগ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় হনুমানটি উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। 

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। 

হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, “সম্ভবত ভারত থেকে আসা একটি মুখপোড়া হনুমান বেশ কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন অফিসে ঘুরে বেড়াচ্ছিল। গতকাল বিকেলে উপজেলা প্রাণিসম্পদ ও বনবিভাগের সহযোগিতায় হনুমানটি উদ্ধার করে হয়। পরে কিউরেটর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানা রংপুরে পাঠানো হয়েছে। এর আগে উপজেলা প্রাণিসম্পদ বিভাগে মুখপোড়া হনুমানটিকে চিকিৎসাসেবা দিয়ে তাকে খাবার খাওয়া হয়েছে।”

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত নিবন্ধ