আড়াইহাজারে বিএনপির মনোনয়ন বঞ্চিত তিন প্রার্থীর কর্মী-সমর্থকরা মশাল মিছিল বের করে বিক্ষোভ করেছেন।

স্থানীয় কৃঞ্চপুরা পায়রা চত্বর থেকে  সোমবার সন্ধ্যায় মশাল মিছিলটি বের করে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করেন। এসময় তারা নারায়ণগঞ্জ-২, আসনে বিএনপি থেকে প্রাথমিকভাবে ঘোষিত নজরুল ইসলাম আজাদকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার জোরদাবী জানানো হয়। 

এতে অংশ নেন সাবেক তিনবারের সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পাভীন আক্তারের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক রুপচান মিয়া, উপজেলা বিএনপির নেতা মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন মোল্লা, বিএনপির নেতা তছমিল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শহীদ উল্যাহ মিয়া, আড়াইহাজার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নয়ন মোল্লা ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক জহিরসহ আরো অনেকে। 

এসময় যুবদল নেতা আলী আজগর বলেন, বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম আজাদকে প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দিয়েছেন, তাকে আমরা মানিনা। তাকে মনোনয়ন তালিকা থেকে বাদ করতে হবে। ৫ আগস্টের পর তিনি এলাকায় বিএনপির বদনাম করেছেন। তাকে বিএনপির নেতাকর্মী ও ভোটাররা চায়না।

 উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নয়ম মোল্লা বলেন, যাকে দল থেকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন। তাকে আড়াইহাজারের আপামোড় জনগণ চায়না। তার মনোনয়ন বাতিল করে বঞ্চিত তিন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যাকে দিবে, আমরা তার পক্ষে মাঠে কাজ করবো। 

এদিকে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ছালাউদ্দিন বলেন, দল যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছেন। তাকে আমরা চাইনা। এখানে জনপ্রিয় ও কর্মী বান্ধব একজন ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। তিনি বলেন, আড়াইহাজারের মানুষ নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন তালিকা থেকে বাতিলের দাবী জানাচ্ছেন। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ ব এনপ র স য বদল র স উপজ ল

এছাড়াও পড়ুন:

কারাবন্দি আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত চারটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখাতে পুলিশের আবেদন মঞ্জুর করেছে আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুʼটি আমলী আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।

তিনি বলেন, ফতুল্লা থানার চারটি হত্যা মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম সেলিনা খাতুন এবং সদর থানার সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার মামলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাইমানাহ আক্তার মনির আদালতে শুনানি হয়।

শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন অভিযুক্ত সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী।

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মামলাগুলোর শুনানি হবার কথা থাকলোও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের লকডাউন” কর্মসূচির কারণে তা পেছানো হয়।

গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে গত ৬ মাস ধরে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি। পরে আরও চারটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট” দেখায় পুলিশ।

গত ৯ নভেম্বর হাই কোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন।

ওইদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের উপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে একটি মামলায় গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে।

পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখাতে আবেদন করে। তবে, এ পাঁচ মামলার একটিতেও আইভী এজাহারনামীয় আসামি নন।

এদিকে, পাঁচ মামলায় আইভীকে জামিন দিয়ে হাই কোর্টের আদেশ গত বুধবার স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।

মঙ্গলবার আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আওলাদ হোসেন। তিনি বলেন, এ মামলাগুলোতে আইভী আসামি নন, কোথাও তার নাম নেই। গ্রেপ্তার কোনো আসামিও ঘটনাগুলোর সঙ্গে তার জড়িত থাকার কোনো স্বীকারোক্তিও দেয়নি।

আইভী হাইকোর্টে পাঁচটি মামলায় জামিন পেয়েছিলেন, কেবলমাত্র তার কারামুক্তি বিলম্বিত করতেই পুলিশ তড়িঘড়ি করে নতুন ৫টি মামলায় শ্যোন অ্যারেস্টের আবেদন করে।”এ ব্যাপারে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলেও জানান।

 

সম্পর্কিত নিবন্ধ

  • ফতুল্লায় ৩ কোটি টাকার কারেন্ট জাল জব্দ, জরিমানা : আটক ২  
  • সোনারগাঁয়ে প্রতিবন্ধী শিশুদের মূলধারায় অর্ন্তভূক্তিতে উপবৃত্তি
  •  সোনারগাঁয়ে অবৈধ চুনা ও ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
  • মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবদল নেতাদের বিরুদ্ধাচারণ : কারণ দর্শানোর নোটিশ
  • মান্নানের মনোনয়ন বাতিল ও বহিস্কারের দাবিতে সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ
  • কারাবন্দি আইভী আরও ৫ মামলায় গ্রেপ্তার
  • পোড়া ভোজ্যতেল সড়কে, মোটরসাইকেল পিছলে পড়ার হিড়িক
  • ফতুল্লায় সন্ত্রাস ও নাশকতা ঠেকাতে রিয়াদ চৌধুরীর নির্দেশে বিক্ষোভ
  • সিদ্ধিরগঞ্জে দুই গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা