চিত্রনায়ক ও প্রযোজক জসীমের আজ ৭৫তম জন্মবার্ষিকী। ১৯৫০ সালের ১৪ আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা যান তিনি। মৃত্যুর দুই যুগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া জসীমের।
জসীমের ছোট ছেলে সংগীতশিল্পী এ কে রাহুল প্রথম আলোকে জানান, পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে পালিত হবে জন্মদিন। রাহুল বলেন, ‘বাবার জন্মদিন-মৃত্যুদিন নিয়ে আমরা পাবলিকলি কিছু বলি না কখনো, পারিবারিকভাবেই আমরা তাঁকে স্মরণ করি। এবারও তা–ই হচ্ছে।’

জসীমের তিন ছেলে—এ কে সামী, এ কে রাহুল এবং এ কে রাতুল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা

ছবি: দীপু মালাকার

সম্পর্কিত নিবন্ধ