সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিএনপির ওয়ার্ড কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জামালগঞ্জের সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সংঘর্ষ হয়। নিহত সেজাউল ইসলাম কালা মিয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামরুল ইসলামের ছোট ভাই।

আরো পড়ুন:

গোপালগঞ্জে সালিশে ২ গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ২০

আফগান সীমান্তে তীব্র সংঘর্ষ, পাকিস্তানের ১৯ সেনাসহ নিহত ৬৪

জামালগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল হোসেন জানান, বিএনপির কমিটি নিয়ে পূর্ববিরোধ ছিল। এর জের ধরে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। বর্তমানে গ্রামের পরিবেশ শান্ত আছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে জামালগঞ্জের সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি কমিটি নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এই বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিয়ে জামালগঞ্জ থানার ওসি মীমাংসা করেন। আবার সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রামবাসী সালিশে মীমাংসার চেষ্টা করে। দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।  

সংঘর্ষে ধারালো সুলফির আঘাতে কামরুল ইসলামের ছোট ভাই সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হলে জামালগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। 

আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের সেজাউল ইসলাম কালা মিয়ার ভাগ্নে আলী নেওয়াজ বলেন, ‘‘আজ (শুক্রবার) সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছিল, সংঘর্ষ হবে হবে ভাব। দুপুরে ৫ গ্রামের মানুষ বিচারের আয়োজন করে। এ বিচার থেকে যাওয়ার পথে আমার মামার উপর হামলা করে। তখন তাদের ও আমাদের লোকের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মামা মারা যায়। আমরা এই হত্যার বিচার চাই।’’ 

জালামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফিকুল রহমান বলেন, ‘‘দুই মাস আগে কমিটি নিয়ে ছোট ঘটনা ঘটেছিল। পরে আমরা ও জামালগঞ্জ থানার সহযোগিতায় তাদের নিয়ে বসে শেষ করেছি। আহতদের চিকিৎসার জন্য টাকা দুইপক্ষের লোকজনের থেকে নিয়ে দিয়েছি। আজ যে ঘটনা হয়েছে, এখনো পর্যন্ত জেনেছি, সেটা দলীয় ঘটনা না।’’

ঢাকা/মনোয়ার/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ ব এনপ ন হত জ ম লগঞ জ শ ক রব র ব এনপ র

এছাড়াও পড়ুন:

ফ্রান্সজুড়ে কৃচ্ছ্রতা বিরোধী বিক্ষোভ

ফ্রান্সজুড়ে কৃচ্ছ্রতা বিরোধী বিক্ষোভে বৃহস্পতিবার লাখ লাখ মানুষ অংশ নিয়েছে। শ্রমিক ইউনিয়নগুলো জানিয়েছে, তারা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং তার নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুকে বাজেট কাটছাঁট বাতিল করার আহ্বান জানিয়েছে।

বিক্ষোভের দিন ধর্মঘটে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে শিক্ষক, ট্রেন চালক, ফার্মাসিস্ট এবং হাসপাতালের কর্মীরাও ছিলেন। একই সময় কিশোর-কিশোরীরা কয়েক ডজন উচ্চ বিদ্যালয় অবরোধ করেছিল।

বিক্ষোভকারীরা সাবেক সরকারের আর্থিক পরিকল্পনা বাতিল করার, জনসেবাগুলোতে আরো ব্যয় করার, ধনীদের উপর উচ্চ কর বৃদ্ধির এবং পেনশন পেতে মানুষকে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করার একটি অজনপ্রিয় নীতি পরিবর্তনের দাবি জানাচ্ছে।

সিজিটি ইউনিয়নের প্রধান সোফি বিনতে বলেছেন, “ক্ষোভ বিশাল, আর সেই সাথে দৃঢ় সংকল্পও। আজ লেকর্নুর প্রতি আমার বার্তা হল: বাজেট নির্ধারণের দায়িত্ব রাস্তার উপরই বর্তাবে।”

বিনতে জানান, ফ্রান্সজুড়ে সকালের সমাবেশে চার লাখ মানুষ অংশগ্রহণ করেছে। দেশের অন্যান্য অংশে এখনো সমাবেশ শুরু হয়নি।

একদিকে বাজেট কমানোর বিরোধী বিক্ষোভকারী ও বামপন্থী দলগুলোর এবং অন্যদিকে ইউরো জোনের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির ঘাটতি নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীদের চাপের মধ্যে রয়েছেন ম্যাক্রোঁ ও লেকর্নু। 

বৃহস্পতিবারের বিক্ষোভ সম্পর্কে সিএফডিটি ইউনিয়নের প্রধান মেরিলিস লিওন বলেন, “এটি সতর্কীকরণ, সেবাস্তিয়ান লেকর্নুর প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা। আমরা সামাজিকভাবে একটি ন্যায্য বাজেট চাই।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, ধর্মঘট ও বিক্ষোভে আট লাখেরও বেশি লোক অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

এফএসইউ-এসএনইউআইপিপি ইউনিয়ন জানিয়েছে, প্যারিসে প্রতি তিনজনের মধ্যে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ধর্মঘটে ছিলেন এবং প্রায় দুইজনের মধ্যে একজন চাকরি ছেড়ে চলে গেছেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ঘরের চালে ঢিল ছোড়া নিয়ে বিরোধ, মীমাংসার পর মারামারিতে প্রাণ গেল একজনের
  • জাদুঘর থেকে উধাও ফারাওর সেই ব্রেসলেট চুরির পর সোনা পেতে গলিয়ে ফেলা হয়েছে
  • কারাগারে ও বিদেশে ছিলেন আসামিরা, তবু ‘মোবাইলের আলোতে চিনতে’ পেরেছেন বাদী এনসিপি নেতা
  • জীবিকার জন্য পরিশ্রম করা ইবাদত
  • যুক্তরাষ্ট্রের হেনড্রিক্স কলেজের মর্যাদাপূর্ণ বৃত্তি পাওয়া চারজনের একজন বাংলাদেশের মুমতাহিনা
  • চার্লি কার্ককে কে হত্যা করল
  • এক অধ্যাপকের কাছেই অসহায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • চৌধুরীবাড়ি ব্যবসায়ী নির্বাচনে ব্যাডমিন্টন মার্কায় গনসংযোগে এগিয়ে মেরাজ
  • ফ্রান্সজুড়ে কৃচ্ছ্রতা বিরোধী বিক্ষোভ