ওয়ার্ডে ঢুকে চিকিৎসক দেখলেন পড়ে আছে ভাই ও তার স্ত্রীর লাশ
Published: 20th, September 2025 GMT
ইসরায়েলি হামলায় গাজায় হতাহত ফিলিস্তিনিদের চিকিৎসা করা হতো তার হাসপাতালে। নিজের চোখে আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া বহু হতাহতকে দেখেছেন। কিন্তু শনিবার আবু সালমিয়াকে শিফা হাসপাতালে দেখতো হলো নিজের ভাই ও তার স্ত্রীর মৃতদেহকে।
আল-জাজিরা অনলাইন জানিয়েছে, গাজা শহরের পশ্চিমে শাতি শরণার্থী শিবিরে আবু সালমিয়া পরিবারের বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় শিশুরা নিহত হয়েছে। আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়ার ভাই মাজেদ আবু সালমিয়ার বাড়িতে বিমান হামলাটি আঘাত হেনেছে। হামলায় মাজেদ এবং তার সন্তানরা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়।
শনিবার সকালে আল-শিফা হাসপাতালের পরিচালক যখন কর্তব্যরত ছিলেন, তখন হামলায় নিহত দুই ব্যক্তিকে ওয়ার্ডে আনা হয়: তার ভাই এবং তার স্ত্রী।
মোহাম্মদ আবু সালমিয়া এএফপি সংবাদ সংস্থাকে বলেন, “আমার ভাই ও তার স্ত্রীর মৃতদেহ দেখে আমি হতবাক এবং বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। এখন যেকোনো কিছু সম্ভব, কারণ আপনাকে আপনার প্রিয়জনদের শহীদ বা আহত অবস্থায় দেখতে হচ্ছে। দখলদারদের অপরাধ অব্যাহত রয়েছে এবং শহীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেমন জীবনসঙ্গী চান, জানালেন জাহ্নবী
আবারও এক রোমান্টিক–কমেডি ছবিতে হাজির হচ্ছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। শশাঙ্ক খৈতান পরিচালিত ছবিটির নাম ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল জাহ্নবী অভিনীত রোমান্টিক–কমেডি ছবি ‘পরম সুন্দরী’। সেখানে তাঁকে দেখা গিয়েছিল বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে। এবার ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবিতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। ট্রেলার উন্মোচনের আসরে জাহ্নবী জানিয়েছেন, ভবিষ্যতের জীবনসঙ্গীর মধ্যে তিনি কোন কোন গুণ দেখতে চান।
‘পরম সুন্দরী’ ছবির ‘সুন্দরী’ চরিত্রে অভিনয় করে তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন জাহ্নবী। এবার ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’ ছবির ‘তুলসী কুমারী’ হয়ে দর্শকদের মাতাতে আসছেন তিনি। পর্দায় একাধিকবার তাঁকে বিয়ের আসরে দেখা গেছে। কিন্তু বাস্তবে কবে সাত পাকে বাঁধা পড়বেন, সেই প্রশ্নও উঠেছিল অনুষ্ঠানে।