আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

আরো পড়ুন:

নির্বাচন বিশ্বাসযোগ্য করতে পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি

‘প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট অ্যাপ প্রস্তুত, নিবন্ধিতরা পাবেন ভোটের সুযোগ’

তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। অনেক রাজনীতি, অনেক কথা হবে, কিন্তু শেষ পর্যন্ত একটি সমাধান আসবে।”

তিনি আরো বলেন, “দেশ ও গণমাধ্যম এখন স্বাধীন। মানুষ এখন সুন্দরভাবে মতামত প্রকাশ করতে পারছে, যা ৫ জুলাইয়ের আগেও সম্ভব ছিল না।”

সভায় মাদক পাচার ও সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উপদেষ্টা জানান, মাদক এখন দেশের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “মাদক আসছে, আর এর বিনিময়ে চাল, সার, ওষুধসহ বিভিন্ন সামগ্রী পাচার হচ্ছে। বিশেষ করে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলার সাগরপথে পাচার বেড়েছে। নৌবাহিনী ও কোস্টগার্ডকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “আরাকান আর্মি মাদকের ওপর নির্ভরশীল। সাম্প্রতিক সময়ে মাদক আটকের পরিমাণ বেড়েছে, যার ফলে দামও বেড়ে গেছে।”

শ্রমিকদের বেতন ও ইন্ডাস্ট্রি চালু রাখার আশ্বাস
গার্মেন্টস শিল্পে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। উপদেষ্টা জানান, নাসা গ্রুপের চেয়ারম্যান প্রায় ২৫০ কোটি টাকার দায় মেটাতে নিজের সম্পত্তি বিক্রির সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। এর ফলে শ্রমিকদের বকেয়া পরিশোধ সম্ভব হবে এবং লাভজনক কারখানাগুলো আবার চালু থাকবে।

আলুর ন্যায্য মূল্য নিয়ে সতর্কতা
যদিও এটি আইন-শৃঙ্খলার আলোচনার অংশ ছিল না, তবুও উপদেষ্টা সাংবাদিকদের অনুরোধ জানান, যেন তারা কৃষকেরা আলুর ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “যদি কৃষকরা ন্যায্য দাম না পান, তবে আগামী মৌসুমে আলু চাষে অনীহা আসবে, যার ফলে ভবিষ্যতে দাম হঠাৎ করে বেড়ে যেতে পারে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সব ধরনের অপরাধ রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।”

ঢাকা/আসাদ/সাইফ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপদ ষ ট স বর ষ ট র উপদ ষ ট

এছাড়াও পড়ুন:

উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল আছে। আগের মতোই সবার সম্মিলিত প্রচেষ্টায় হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুকূল পরিবেশে ও নির্বিঘ্নে হবে। 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীতে ডিএমপির সদর দপ্তরে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেছেন।

আরো পড়ুন:

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

এবার ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা হবে, জানিয়ে ডিএমপি কমিশনার বলেছেন, মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার বাইরে পৃথক ট্রাফিক ব্যবস্থাপনা ও থাকবে। প্রতিমা বিসর্জনের দিন সার্বিক নিরাপত্তা দেওয়া হবে।

প্রস্তুতি সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, উপাধ্যক্ষ রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গৃহীত নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। 

সভায় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকতা এবং সশস্ত্র বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • উৎসবমুখর পরিবেশে হবে দুর্গাপূজা: ডিএমপি কমিশনার
  • গকসু: ৩২ একরে ‘নান্দনিক’ ব্যালট যুদ্ধ