শ্বশুরবাড়ির পাশের বাগানে জামাতার লাশ
Published: 24th, September 2025 GMT
বগুড়ার গাবতলীতে শ্বশুরবাড়ির পাশের বাগান থেকে সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রাম থেকে লাশটি উদ্ধার হয়।
সিরাজুল ইসলাম শিবগঞ্জ উপজেলার ট্যাপাগাড়ী গ্রামের পিতা মৃত জয়নাল মোল্লার ছেলে। তিনি কৈঢোপ গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় বাড়ি নির্মাণ করে বাস করছিলেন। ঢাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন সিরাজুল ইসলাম।
সিরাজুল ইসলাম কিছু দিন আগে ঢাকা থেকে বাড়িতে এসেছেন। তিনি আর্থিক সংকটে ছিলেন। তার পরিবারে ঝামেলাও চলছিল। বুধবার সকালে শ্বশুরবাড়ির পূর্ব পাশের একটি বাগানে সিরাজুলের লাশ পড়ে থাকতে দেখা যায়।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিরাজুল ইসলাম আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা/এনাম/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স র জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
টঙ্গীতে আগুনে পুড়ল বস্তার গুদাম
গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকায় আগুন লেগে চট ও প্লাস্টিক বস্তা রাখার একটি গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আজ ভোরে টঙ্গী বাজারে চট ও প্লাস্টিকের বস্তা রাখার গুদামে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরো পড়ুন:
কেরানীগঞ্জে থানার সামনে থাকা লেগুনায় আগুন
ধামরাইয়ে পার্ক করা বাসে গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, সকালে টঙ্গী বাজার এলাকায় চট ও প্লাস্টিকের বস্তার গুদামে আগুন লাগে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। ফলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কেউ আহত হননি।
ঢাকা/রেজাউল/মাসুদ