নারায়ণগঞ্জে ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ল ট্রাক, নিহত ১
Published: 29th, September 2025 GMT
নারায়ণগঞ্জের ভূঁইগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোহর উদ্দিন মিয়া (৬৫)। তিনি ভূঁইগড়ে স্থানীয় একটি গ্যারেজে বসবাস করতেন। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল এসব তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
৯০ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু
গাজীপুরে অটোরিকশায় পিকআপের ধাক্কা, নিহত ২
প্রত্যক্ষদর্শীরা জানান, চাষারা থেকে সাইনবোর্ডগামী একটি ট্রাক ভূঁইঘর ওভারপাসে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই ট্রাকটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে এক অটোরিকশাচালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঝুলে থাকা ট্রাকটি সরিয়ে নেয়।”
ঢাকা/অনিক/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন ন হত ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ডেঙ্গু আক্রান্ত জাসাস নেতা রিপনের শয্যাপাশে আনিসুল ইসলাম সানি
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপনের শয্যা পাশে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
শুক্রবার (১৪ নভেম্বর ) ডেঙ্গু জ¦রে আক্রান্ত হাজী শহিদুল ইসলাম রিপনকে তারে বাসায় দেখতে যান আনিসুল ইসলাম সানি। এ সময় তিনি হাজীর রিপনের শারিরিক অবস্থার খোজ খবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন।
আনিসুল ইসলাস সানির সাথে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন উর রশিদ মুকুল, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম শেখ, কাশীপুর ইউনিয়ন জাসাসের সহ-সভাপতি মোঃ হানিফ, আলাল মাদবর, সাধারণ সম্পাদক মোঃ রহিম হোসেন বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান দিপু, কাশীপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড জাসাসের সভাপতি মোঃ জাব্বার, সাধারণ সম্পাদক মোঃ কালাম, সাংগঠনিক সম্পাদক রমজান সরদার, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর হোসেন, জাসাস নেতা নূর চাঁন, এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, হাজী মহিউদ্দিন ভূইয়া, আব্দুল কুদ্দুস, মোঃ বাপ্পীসহ ।
উল্লেখ্য হাজী শহিদুল ইসলাম রিপন গত সোমবার (১০ নভেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন আছেন।