কাঁদলেন তিশা, নাবিলা বললেন দশে এক শ
Published: 4th, October 2025 GMT
গত ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাকসুদ হোসাইনের সিনেমা ‘সাবা’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন মেহজাবীন চৌধুরী। সাধারণ দর্শক তো বটেই, তাঁর অনেক সহকর্মীও সিনেমায় মেহজাবীনের অভিনয়ের প্রশংসা করেছেন।
এর মধ্যে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাবা’ নিয়ে লিখেছেন। ছবির একটি দৃশ্যের স্ক্রিনশট শেয়ার করেছেন তিনি, যেখানে লেখা, ‘ওয়ান্ট টু কিপ হার অ্যালাইভ’ বা ‘তাঁকে বাঁচিয়ে রাখতে চাই’। দৃশ্যটি দেখে আবেগাপ্লুত তিশা লিখেছেন, ‘এই লাইনটা আমাকে আমার নিজের মায়ের কথা মনে করিয়ে দিল! ভীষণ শক্তিশালী ও প্রভাবশালী চলচ্চিত্র “সাবা”।’
মেহজবীনের অভিনয়ের প্রশংসা করে তিশা লিখেছেন, ‘মেহজাবীন, তোমার অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে, কাঁদিয়েছে। মোস্তফা মন্ওয়ার ভাই, আপনিও দারুণ ছিলেন। ভালো লেগেছে, অনুভব করেছি! ধন্যবাদ মাকসুদ হোসাইন এবং তাঁর টিমকে এত সুন্দর একটি ছবি উপহার দেওয়ার জন্য।’
‘সাবা’ সিনেমার একটি লুকে মেহজাবীন। ছবি: নির্মার সৌজন্যে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম হজ ব ন
এছাড়াও পড়ুন:
জুবিনের ময়নাতদন্ত প্রতিবেদন পাঠাল সিঙ্গাপুর
গত বৃহস্পতিবার শোনা গিয়েছিল, স্কুবা ডাইভিং নয়, বরং সাঁতার কাটতে গিয়েই পানিতে ডুবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের। গতকাল শুক্রবার সেই গুঞ্জনের সত্যতা মিলল। সিঙ্গাপুর সরকার ময়নাতদন্তের রিপোর্ট তুলে দিল গায়কের স্ত্রী গরিমা শইকীয়া গার্গের হাতে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, স্কুবা ডাইভিং করার সময় নয়, সিঙ্গাপুরের একটি দ্বীপে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা গেছেন তিনি।
সিঙ্গাপুর পুলিশ (এসপিএফ) প্রয়াত গায়কের ময়নাতদন্তের রিপোর্ট এবং তার ওপর ভিত্তি করে তৈরি প্রাথমিক অনুসন্ধানের একটি অনুলিপি ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দিয়েছে। পাশাপাশি, সিঙ্গাপুর পুলিশ জুবিনের স্ত্রী গরিমার সঙ্গেও কথা বলে। প্রসঙ্গত, ভারত-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের ৬০তম বার্ষিকী এবং ভারত ‘আসিয়ান’ পর্যটনের বর্ষপূর্তি উদ্যাপনে যোগ দিতে গিয়েছিলেন গায়ক।
জুবিন গার্গ