শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে আবারও শ্রমিকদের বিক্ষোভ
Published: 4th, October 2025 GMT
গাজীপুরের শ্রীপুর উপজেলার শিমুলতলী এলাকায় বকেয়া বেতনের দাবিতে আবারও বিক্ষোভ করেছেন গার্ডেনিয়া ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকেরা। আজ শনিবার সকাল ৮টা থেকে কারখানার সামনে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর আগস্ট মাসের বকেয়া বেতন পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ তা না করে হঠাৎ ছুটি ঘোষণা করে। এরপর নতুন করে কয়েক দফা বেতন দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়, কিন্তু কোনো তারিখেই তা বাস্তবায়ন হয়নি। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর বকেয়া পরিশোধের কথা থাকলেও ওই দিনও বেতন দেওয়া হয়নি। ৪ অক্টোবর টাকা পরিশোধের নতুন তারিখ ঘোষণা করা হয়। আজ রোববার পূর্বঘোষিত তারিখ অনুযায়ী সকালে শ্রমিকেরা কারখানায় এলে নতুন নোটিশ দেখতে পান। নোটিশে জানানো হয়, আগামী ৭ অক্টোবর বেতন পরিশোধ করে ৮ অক্টোবর থেকে কারখানা চালু করা হবে। আজ সকালের এই নোটিশ দেখে শ্রমিকেরা কারখানা চালু ও বকেয়া পরিশোধের দাবিতে পুনরায় বিক্ষোভ শুরু করেন।
ওই কারখানার শ্রমিক মো.
আরেকজন শ্রমিক আল-আমিন বলেন, প্রশাসনের মধ্যস্থতায় কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগির তাঁদের বেতন পরিশোধ করা হবে। তাই বিক্ষুব্ধ শ্রমিকেরা আপাতত ঘরে ফিরে গেছেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
শিল্প পুলিশের শ্রীপুর সাব জোন ইনচার্জ আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, তিনি শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। শ্রমিকদের জানিয়েছেন, রোববার থেকে কারখানা চালু করা হবে এবং আগামী বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের সব বকেয়া বেতন পরিশোধ করা হবে। বেতন পরিশোধের আশ্বাসের পর শ্রমিকেরা বিক্ষোভ সাময়িকভাবে স্থগিত করেছেন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর শ ধ র
এছাড়াও পড়ুন:
নেত্রকোণায় চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই
নেত্রকোণার আটপাড়ায় সোহাগ চৌধুরী (৪৫) নামে এক চালককে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সুখাইর ইউনিয়নের বাউসা হাওরে হত্যাকাণ্ডটি ঘটে। সোহাগ মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন।
বুধবার (১৯ নভেম্বর) আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন:
পিঁড়ির আঘাতে স্বামীর মৃত্যু, স্ত্রী আটক
‘আউট’ লিখে ভিডিও দেওয়া ছাত্রদল কর্মীকে আসামি করে মামলা
নিহত সোহাগ জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর গ্রামের মৃত মতিউর রহমান চৌধুরীর ছেলে। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে স্ত্রী-সন্তানসহ ছয় সদস্যের সংসার চালাতেন সোহাগ। মঙ্গলবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। রাতে মদন থেকে যাত্রী নিয়ে মোহনগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি। আটপাড়া উপজেলার বাউসা হাওরে তাকে হত্যা করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, “লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা করা হচ্ছে।”
ঢাকা/ইবাদ/মাসুদ