ক্লান্ত শরীর অথচ চোখে ঘুম নেই। অন্ধকারে তাঁবুর ভেতর শুয়ে আছি, হঠাৎই কানে এল তাঁবুর কাছে প্রাণীর হাঁটাচলা। তাদের ডাকে অরণ্যের গভীর নিস্তব্ধতা যেন আরও স্পষ্ট হয়ে উঠল। বুঝতে বাকি থাকল না, দলটা শিয়াল পণ্ডিতদের। মুহূর্তেই পাহারায় থাকা কুকুর মহাশয় দৌড়ে এল গর্জন করতে করতে। শিয়ালরা এক ঝটকায় সটকে পড়ল।

ক্যাম্পসাইটে আসার পরই দেখেছি লেজ নেড়ে নেড়ে ঘুরে বেড়াতে, সেই কুকুর মহাশয়ই এখন অতন্দ্রপ্রহরী। চারদিকে চক্কর দিচ্ছে। জুয়েল হেসে বলল, ‘ওকে কিছু খাবার দিলেই সারা রাতের জন্য সবচেয়ে বিশ্বস্ত পাহারাদার হয়ে যাবে।’

সত্যিই তা–ই হলো। সামান্য খাবারের বিনিময়ে কুকুরটা যেন দায়িত্ব নিল পুরো ক্যাম্পসাইটের। রাতের নিস্তব্ধতা আর শিয়ালের ডাকের ভেতর কুকুরের উপস্থিতি এনে দিল এক অদ্ভুত নিরাপত্তার আশ্বাস।

এই মৌসুমের প্রথম ক্যাম্প। তাঁবু পেতেছি এক প্রাচীন অভিভাবকের ছায়ায়, আনুমানিক ২২০ বছরের পুরোনো এক সূর্যপুরী আমগাছ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তঘেঁষা হরিণমারীর এই গাছের নাম শুনেছি বহুবার, কিন্তু দেখা হয়নি কখনো। আজ অবশেষে সেই অপেক্ষার অবসান হলো।

দলেবলে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ভারতের চাপে নতি স্বীকার না করায় সোনার পদক পাচ্ছেন নাকভি

পাকিস্তানের তো বটেই, এশিয়ার ক্রিকেটেই এ সময়ের সবচেয়ে আলোচিত নাম মহসিন নাকভি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান—অনেকগুলো বড় পদই এখন নাকভির। সেই নাকভি এবার সাহসিকতা ও বিশ্বমঞ্চে পাকিস্তানের নাম উজ্জ্বল করার জন্য সোনার পদক পেতে যাচ্ছেন। পাকিস্তানের একটি সংস্থা তাঁকে শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল দেওয়ার ঘোষণা দিয়েছে।

নাকভি সোনার পদকটি পাচ্ছেন এশিয়া কাপের ফাইনাল শেষে তাঁর আলোচিত–সমালোচিত ভূমিকার জন্য। পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয়রা তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল। এর ফলে চ্যাম্পিয়ন হয়েও ট্রফি ছাড়াই দেশে ফিরতে হয়েছে সূর্যকুমার যাদবের দলকে। ‘আমার হাত থেকে না নিলে ট্রফিই দেব না’—এমন মনোভাব থেকেই ভারতকে না দিয়ে ট্রফি নিয়ে হোটেলে ফেরেন নাকভি।

ঘটনা সেখানেই শেষ হয়নি। নাকভি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘ভারত যদি সত্যি সত্যিই ট্রফি নিতে চায়, তবে এসিসির সদর দপ্তরে এসে নিতে পারে। তাদের স্বাগতই জানানো হবে।’

অদৃশ্য ট্রফি নিয়ে ভারতীয়দের শিরোপা উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ