হাতিয়ায় ১৬ লাখ টাকার কয়লাসহ তিনটি ট্রলার জব্দ
Published: 5th, October 2025 GMT
নোয়াখালীর হাতিয়ায় নৌবাহিনীর বিশেষ অভিযানে চোরাই কয়লাবোঝাই তিনটি ট্রলার আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ১৬০ টন কয়লা। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ টাকা।
শনিবার (৪ অক্টোবর) উপজেলার জাহাজমারা এলাকার পাঙ্গাসিয়া খালে একটি ব্রিক ফিল্ডের ঘাটে তিন ট্রলারসহ ওই চোরাই কয়লা জব্দ করা হয়।
চট্টগ্রাম নৌ অঞ্চলের গণমাধ্যম শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে প্রায় ১৬০ টন কয়লা জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা। আটককৃত তিনটি ট্রলারের মূল্য ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। জব্দকৃত কয়লা ও ট্রলার হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা/রেজাউল/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ‘শাপলা কলি’
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যুক্ত হলো জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় প্রতীক শাপলা কলি।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাইজিংবিডি ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন।
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখা যায় নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের ক্যাটাগরিতে জাতীয় নাগরিক পার্টির পাশে শাপলা কলি যুক্ত করা হয়েছে।
মুশফিক উস সালেহীন এনসিপির নির্বাচনী প্রতীক হিসেবে গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে নির্বাচন কমিশন প্রদত্ত শাপলা কলি প্রতীক ব্যবহারের অনুরোধ করেছেন।
ঢাকা/রায়হান//