আলোর উৎসব দীপাবলি। বাহারি আলোকছটায় রঙিন হয়ে ওঠে এ রাত। ভারতসহ বিশ্বের বেশ কটি দেশে পালিত হয় উৎসবটি। জমকালো আয়োজনে এ উৎসব উদযাপন করেন ভারতীয় তারকারা। ফলে বেশ আগে থেকেই শোবিজ অঙ্গনের তারকারাও নানা প্রস্তুতি নিয়ে থাকেন। এ উপলক্ষে প্রতি বছর মুক্তি পেয়ে থাকে ভারতীয় সিনেমা। দীপাবলিতে উপলক্ষে তেলেগু ভাষার চারটি সিনেমা মুক্তি পাবে। এই চার সিনেমা নিয়েই এই প্রতিবেদন—

তেলুসু কাডা
নীরজা কোনা নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘তেলেসু কাডা’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন—সিদ্ধু, রাশি খান্না, শ্রীনিধি শেঠি, হর্ষ চেমুদু, রবি মারিয়া। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমার গল্পে একজন পুরুষ একসঙ্গে দুজন নারীর প্রেমে পড়েন। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নীরজার অভিষেক হতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। 

আরো পড়ুন:

সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে বিজয়ের গাড়ি

করুর ট্র্যাজেডির পর বিজয়কে নিয়ে যা বললেন কাজল

কে-র‍্যাম্প
রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘কে-র‌্যাম্প’ সিনেমা নির্মাণ করেছেন জেইনস নানি। সিনেমাটির গল্পে একজন অ্যাথলেট তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। ফলে মানসিক ও ব্যক্তিগত সমস্যার সঙ্গে তাকে লড়াই করতে হয়। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—কিরন আবাভারাম, যুক্তি থারেজা। প্রেম-অ্যাকশন এবং স্পোর্টস-ড্রামার সংমিশ্রণে নির্মিত সিনেমাটি আগামী ১৮ অক্টোবর মুক্তি পাবে।

মাস জাতারা
ভানু বোগাভারাপু নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘মাস জাতারা’। সিনেমাটিতে রবি তেজা ও শ্রীলীলার মতো তারকা শিল্পীরা অভিনয় করেছেন। সিনেমাটির গল্পে, রবি তেজা রেলওয়ে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন; যে ভয়ঙ্কর অপরাধী চক্র ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই করেন। এতে রবি তেজার সঙ্গে হাঁটুর বয়সি শ্রীলীলাকে রোমান্স করতে দেখা যাবে। চার বছর পর একসঙ্গে অভিনয় করেছেন তারা। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

ভ্রুশাভা
মালায়ালাম ও তেলেগু ভাষার ‘ভ্রুশাভা’ সিনেমা নির্মাণ করেছেন নন্দা কিশোর। সিনেমাটিতে প্রথমবার রাজার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মোহন লাল। গল্পে পিতা-পুত্রের জন্মান্তরের শত্রুতা ও পুনর্জন্মে তাদের সম্পর্কের রূপান্তর দেখানো হয়েছে। এতে এক মহাকাব্যিক ও আবেগঘন কাহিনি তুলে ধরেছেন পরিচালক। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সমরজিৎ লঙ্কেশ, রাগিনী দ্বিবেদী, নায়ন সারিকা, অজয়, আলী, নেহা সাক্সেনা, সিদ্দিক প্রমুখ। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। 

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চর ত র

এছাড়াও পড়ুন:

লক্ষ্মীপূজা উপলক্ষে গোপালগঞ্জে বসেছে প্রতিমার হাট

শারদীয়া দূর্গাপূজার পর আগামী সোমবার ও মঙ্গলবার এ দুইদিন অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের ধন-সম্পদের দেবী লক্ষ্মীপূজা। প্রতি বছরের মত এ বছর কোঁজাগোড়ী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন হিন্দু ধর্মবলম্বীরা।

তাই প্রতিমা বিক্রি করতে জেলার বিভিন্ন স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। এসব হাট থেকে প্রতিমাসহ পূজার অনুসঙ্গীক উপকরণ কিনে নিচ্ছেন ভক্তরা।

আরো পড়ুন:

ছুটি শেষে জাবি শিক্ষার্থীদের নির্বিঘ্নে ফেরা নিশ্চিতে কন্ট্রোল রুম চালু

চার দিনের ছুটি শেষে সচিবালয়ে প্রাণচাঞ্চল্য

জেলার বিভিন্ন হাটে ঘুরে জানা গেছে, লক্ষ্মীপূজা উপলক্ষে জেলার হিন্দু ধর্মবলম্বীদের বাড়িতে বাড়িতে মন্ডপ তৈরি করে লক্ষ্মী মুর্তি স্থাপন করা হবে। পরে আশ্বিন মাসের কোঁজাগোড়ী পূর্ণিমা তিথিতে ধন সম্পদের দেবী লক্ষ্মীপূজা করবেন হিন্দু ধর্মবলম্বীরা। ঢাক, ঢোল আর উলুধ্বনি মুখরিত হয়ে উঠবে প্রতিটি ঘর। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টা থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা পযর্ন্ত চলবে শ্রী শ্রী লক্ষীপূজা।

এ পূজা উপলক্ষে শহরের খাটরা সার্বজনীন কালীবাড়িসহ সদর উপজেলার রুঘুনাথপুর, সাতপাড়, বৌলতলী, ভেন্নবাড়ি এবং কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার অন্তত ৫০টি স্থানে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট। একটি ছোট প্রতিমা বিক্রি হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা এবং বড় প্রতিমা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২ হাজার টাকার মধ্যে।

এসব হাটে শুধু প্রতিমাই নয়, পাওয়া যাচ্ছে পূজার অন্যান্য উপকরণও। সোলার ফুল, নৌকা, কলাগাছ, মালা, নলডুগলি লতা, হলুদগাছ, পদ্ম ফুলসহ বিভিন্ন উপকরণ বিক্রি হচ্ছে এ হাটে। তবে উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিমা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। লাভ তেমন একটা না হলেও বাপ-দাদার পেশা টিকিয়ে রাখছেন বলে জানান প্রতিমা বিক্রেতারা।

জেলা শহরের বাসিন্দা অমিতোষ ঘোষ বলেন, “এ বছর বাড়িতে লক্ষ্মীপূজা করব। তাই খাটরা সার্বজনীন কালীবাড়ি বসে হাটে লক্ষ্মী প্রতিমা কিনতে এসেছি। পছন্দমত প্রতিমাও কিনেছি। তবে গত বছরের তুলনায় এ বছর লক্ষ্মী প্রতিমার দাম অনেক বেশি। তারপরে মায়ের কৃপা পেতে পূজা করব।”

ক্রেতা কৃষ্ণ সাহা বলেন, “এ বছর লক্ষ্মীপূজা সোমবার ও মঙ্গলবার দুইদিন অনুষ্ঠিত হবে। তাই প্রতিমা কিনতে এখানে এসেছি। তবে ঘুরে দেখলাম প্রতিমার দাম অন্যান্য বছরের তুলনায় দ্বিগুণ। যে প্রতিমার দাম ১০০ টাকার করে, তা এবার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তারপরেও পছন্দ হলে প্রতিমা কিনে নিয়ে যাব।”

খাটরা সার্বজনীন কালীবাড়িতে প্রতিমা বিক্রি করতে আসা রমেশ পাল বলেন, “লক্ষ্মীপূজা এ বছর দুইদিন অনুষ্ঠিত হবে। সেজন্য ১ হাজার প্রতিমা নিয়ে হাটে এসেছি। ক্রেতারাও হাটে আসছেন, বিক্রিও ভালো। তবে প্রতিমা তৈরির মাটি থেকে শুরু করে রং ও অন্যন্য উপকরণের দাম বেশি। তাই প্রতিমার দাম একটু বেড়েছে। ক্রেতা বেশি হলে প্রতিমা বিক্রি করে লাভ করতে পারব।”

অপর বিক্রেতা সুনীল পাল বলেন, “আমরা এখন আর আগের মত লাভ করতে পারি না। যা লাভ হয়, তাই দিয়ে কোনো রকমে দিন চালিয়ে নেই। তারপরেও বাপ-দাদার পেশা ছাড়তে পারি না। এ পেশা টিকিয়ে রাখছি।”

বিক্রেতা সুমন বিশ্বাস বলেন, “এসব হাটে শুধু প্রতিমাই নয়, পাওয়া যাচ্ছে পূজার অন্যান্য উপকরণও। সোলার ফুল, নৌকা, কলাগাছ, মালা, নলডুগলি লতা, হলুদগাছ, পদ্ম ফুলসহ বিভিন্ন উপকরণ বিক্রি হচ্ছে। কলাগাছ ৫০ টাকা, একটি নৌকা ৫০ টাকা সোলার মালা ১৫০, নলডুগলি লতা ১০ থেকে ২০ টাকা, হলুদগাছ ২০ টাকা, পদ্ম ফুল ১০ দরে বিক্রি করা হচ্ছে।”

ঢাকা/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • ১২ দিনের ছুটি শেষ, খুলেছে নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
  • বিশ্ব ডাক দিবস ৯ অক্টোবর
  • ‘ভাইস প্রিন্সিপাল’ তারকা মারা গেছেন
  • শিশুর মেধা বিকাশে তার কাজের প্রশংসা করতে হবে, উৎসাহ দিতে হবে
  • গ্রীসের বিখ্যাত চিকিৎসক ও গবেষক জর্জ ভিথুলকাস
  • নারায়ণগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
  • একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন লামিয়া
  • লক্ষ্মীপূজা উপলক্ষে গোপালগঞ্জে বসেছে প্রতিমার হাট
  • রেখাকে বিয়ে! আরও যেসব তারকার সঙ্গে ইমরান খানের প্রেমের গুঞ্জন