আজ থেকে ৬ বছর আগে ২০১৯ সালের ৫ আগস্ট রাজ্য হিসেবে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় মোদি সরকার। সেই রাতে অভিযান চালিয়ে শত শত কাশ্মীরিকে গ্রেপ্তার করে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

সেদিন লাদাখের বিশিষ্ট শিক্ষাবিদ, প্রকোশলী ও পরিবেশবাদী আন্দোলনের নেতা সোনম ওয়াংচুক ভারত সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছিলেন।

তৎকালীন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (বর্তমান নাম এক্স) এক পোস্টে ওয়াংচুক লিখেছিলেন, ‘লাদাখের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করার জন্য প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ।’

ওয়াংচুক লাদাখের একজন উদ্ভাবক ও শিক্ষা সংস্কারক। নানা বৈজ্ঞানিক উদ্ভাবন ও শিক্ষা সংস্কারমূলক কাজের জন্য ভারতজুড়ে তাঁর সুনাম ছড়িয়ে পড়ে। বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর ‘র‍্যাঞ্চো’ চরিত্র তাঁকে ঘিরেই তৈরি করা হয়েছে। এ চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান।

ওয়াংচুক সেদিন লাদাখবাসীর হয়ে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, লাদাখের অনেক মানুষের বহু দশকের দাবি জম্মু ও কাশ্মীর থেকে তাঁদের অঞ্চলটিকে আলাদা করার। মোদি তাঁদের সেই স্বপ্ন পূরণ করেছেন।

জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর রাজ্যটিকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ নামে দুটি আলাদা কেন্দ্রশাসিত প্রশাসনিক অঞ্চলে ভাগ করা হয়। এর আগপর্যন্ত চীন সীমান্তসংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত লাদাখ জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ ছিল।

কিন্তু রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হলেও জম্মু ও কাশ্মীর স্থানীয় নির্বাচন আয়োজন এবং নিজেদের আলাদা আইনসভা গঠনের অনুমতি পেয়েছে। লাদাখকে সেই অনুমতি দেওয়া হয়নি। ফলে আলাদা অঞ্চল হলেও নিজেদের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সুযোগ লাদাখবাসীর কাছে অধরাই থেকে যায়।

নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে নিজেদের অংশগ্রহণের সুযোগ না থাকায় ধীরে ধীরে শান্ত লাদাখ রাজনৈতিকভাবে অস্থির হয়ে ওঠে। লাদাখবাসীর হতাশা প্রতিবাদ-বিক্ষোভে রূপ নিতে থাকে। তাঁদের এ আন্দোলনে নেতৃত্ব দেন ওয়াংচুক।

গত মাসের শেষ দিকে লাদাখে তরুণেরা নিজেদের দাবির পক্ষে ব্যাপক আন্দোলন শুরু করেন। ভারতের আধা সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে চার আন্দোলনকারী নিহত হন। ওয়াংচুকের বিরুদ্ধে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ ওঠে।

লাদাখে তরুণদের আন্দোলন দমাতে ২৬ সেপ্টেম্বর ভারতের নিরাপত্তা বাহিনী ওয়াংচুককে গ্রেপ্তার করে। তাঁকে লাদাখের বাড়ি থেকে তুলে নিয়ে হাজার মাইল দূরে রাজস্থানের যোধপুর কারাগারে রাখা হয়েছে।

রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হলেও জম্মু ও কাশ্মীর স্থানীয় নির্বাচন আয়োজন এবং নিজেদের আলাদা আইনসভা গঠনের অনুমতি পায়। লাদাখকে সে অনুমতি দেওয়া হয়নি।

ওয়াংচুকের বিরুদ্ধে ‘রাষ্ট্রবিরোধী’ কার্যক্রম এবং ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগ আনা হয়েছে।

অথচ বিজেপি ও মোদি সরকার এর আগে লাদাখে তাদের প্রচারে ওয়াংচুককে ব্যবহার করেছিল। ভারতের অন্যান্য রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন সরকারগুলো স্থানীয় শিক্ষাব্যবস্থায় সংস্কার আনতে একজন শিক্ষাবিদ হিসেবে ওয়াংচুকের পরামর্শ নিয়েছে।

ওয়াংচুককে সামনে রেখে মোদি সরকার নিজেদের পক্ষে প্রচারণা চালিয়েছে। আজ সেই ওয়াংচুক মোদি সরকারের চোখে একজন ‘দেশদ্রোহী’। ওয়াংচুক লাদাখের পক্ষে যে আন্দোলন করছেন, তার পেছনে ভারত সরকার প্রতিবেশী দেশ পাকিস্তানের ‘ইন্ধন’ খুঁজছে।

এ নিয়ে আল-জাজিরাকে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো বলেন, যে সরকার তাঁকে (ওয়াংচুক) সম্মানে ভূষিত করেছিল, হঠাৎ এক মাসের মধ্যে সেই একই সরকার তাঁকে রাষ্ট্রদ্রোহী বলছে।

গীতাঞ্জলি আরও বলেন, ‘এ সংকেত স্পষ্ট: তাঁকে চুপ করাতে, ভয় দেখাতে এটি করা হচ্ছে। কারণ, তাঁকে তারা অর্থ দিয়ে কিনতে পারেনি।’

গত ২৪ সেপ্টেম্বর এভাবেই বিক্ষোভে আগুনে জ্বলে উঠেছিল লাদাখ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সরক র

এছাড়াও পড়ুন:

‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবরে আমরা গভীরভাবে ব্যথিত’

বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়মুখ, কিংবদন্তি নায়ক ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শোবিজ অঙ্গনে নেমেছে দুশ্চিন্তার ছায়া। প্রিয় তারকার সুস্থতায় একত্রিত হলেন শিল্পীরা। 

রবিবার (৫ অক্টোবর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে তার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সমিতির সভাপতি মিশা সওদাগরের উদ্যোগে আয়োজিত এই প্রার্থনায় যোগ দেন প্রবীণ ও নবীন শিল্পীরা। সকলে একসঙ্গে হাত তুলে দোয়া করেন—ইলিয়াস কাঞ্চন যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। 

আরো পড়ুন:

সালমান না কি শাকিব, কাকে এগিয়ে রাখলেন মিশা সওদাগর?

সময় দিতে না পারলে পদ আটকে রেখে লাভ কী, প্রশ্ন অমিত হাসানের

দোয়া শেষে আবেগঘন কণ্ঠে মিশা সওদাগর বলেন, “ইলিয়াস কাঞ্চন শুধু একজন অভিনেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। একজন সচেতন নাগরিক ও সমাজকর্মী হিসেবে তিনি যে অবদান রেখেছেন, তা অনন্য। তার অসুস্থতার খবর শুনে আমরা গভীরভাবে ব্যথিত। আল্লাহর কাছে তার পূর্ণ সুস্থতা কামনা করছি।” 

প্রায় ১০ দিন আগে অভিনেত্রী রোজিনার কাছ থেকে প্রথমবার ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবর পান মিশা সওদাগর। পরিবারের অনুরোধে তখন বিষয়টি প্রকাশ করেননি। তবে ভেতরে ভেতরে উদ্বেগে ছিলেন এবং ব্যক্তিগতভাবে নিয়মিত দোয়া করছিলেন। পরবর্তীতে কাঞ্চনের পরিবার আনুষ্ঠানিকভাবে খবর জানালে, শিল্পী সমিতি থেকে সম্মিলিত দোয়ার উদ্যোগ নেওয়া হয় বলেও জানান মিশা সওদাগর। 

দোয়া মাহফিলে উপস্থিত শিল্পীরাও আবেগাপ্লুত হয়ে প্রিয় সহকর্মীর দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্যের প্রার্থনা করেন। 

উল্লেখ্য, ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন। ব্রেন টিউমারের কারণে আগস্ট মাসে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এখন অনকোলজিস্ট ভিনায়ার তত্ত্বাবধানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন। 

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • দেশে ৫০টি মিডিয়া থাকলে ৪০টিতেই প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
  • বাংলাদেশের মেসি—প্রশংসা শুনে হামজা বললেন, ফুটবল একজনের খেলা নয়
  • ডিপো থেকে তেল চুরি তদন্তে কমিটি করেছে জ্বালানি বিভাগ
  • রাবিতে নবীন শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু
  • পুলিশের শটগান-ওয়াকিটকি নিয়ে পালান দুই আসামি, একজন গ্রেপ্তার
  • ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চাইলেন দিতিকন্যা লামিয়া
  • তিনি একজন উৎপাত সৃষ্টিকারী, তাঁকে চিকিৎসক দেখানো উচিত: থুনবার্গকে ট্রাম্পের উপহাস
  • সর্বসম্মতি ক্রমে সভাপতি আমিনুল
  • ‘ইলিয়াস কাঞ্চন ভাইয়ের অসুস্থতার খবরে আমরা গভীরভাবে ব্যথিত’