যাত্রী বহনে রাজি না হওয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে জখম
Published: 8th, October 2025 GMT
যাত্রী বহনে রাজি না হওয়ায় ঝিনাইদহের গোয়ালপাড়া বাজারে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক ভ্যানচালক ও তার ছেলে ইজাজুল ইসলামকে (২৫) কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার গোয়ালপাড়া বাজারে তাদের ওপর হামলা হয়। আহতদের বাড়ি সদর উপজেলার বাজিতপুর গ্রামে।
আরো পড়ুন:
চোরাই মোবাইল উদ্ধার অভিযানে ৫ পুলিশ আহত, আটক ৩
সীতাকুণ্ডে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘোড়ামারা গ্রামের আব্দুর রহিমের ছেলে শিমুল গতকাল রাত ৮টার দিকে গোয়ালপাড়া বাজারে এসে ভ্যানযোগে অন্যত্র যেতে চান। ভ্যানচালক জাহাঙ্গীর ভাড়ায় যেতে অস্বীকার করেন। কিছু বুঝে ওঠার আগেই শিমুল ভ্যানচালক জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ইজাজুলকেও কুপিয়ে জখম করেন শিমুল।
এসময় স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্ত শিমুল পালিয়ে যান। পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.
ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশ) শামসুজ্জোহা বলেন, “অভিযুক্ত শিমুলকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।”
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আহত অভ য গ
এছাড়াও পড়ুন:
নাটোরে বাসের ধাক্কায় অটোরিশার ৩ যাত্রী নিহত
নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
আরো পড়ুন:
নবীগঞ্জে পিকআপে ট্রাকের ধাক্কা, সবজি ব্যবসায়ীর মৃত্যু
দাঁড়িয়ে থাকা বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ১
বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, বনপাড়া থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস গুনাইহাটি এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন দুইজন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। মরদেহ তিনটি পুলিশ হেফাজতে রয়েছে।
তিনি আরো জানান, নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
ঢাকা/আরিফুল/মাসুদ