ঢাকা ব্যাংকের পরিচালকের শেয়ার হস্তান্তর সম্পন্ন
Published: 8th, October 2025 GMT
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংক পিএলসির একজন পরিচালক পূর্ব ঘোষণা অনুযায়ী শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। এই উদ্যোক্তা তার মাকে উপহার হিসেবে কোম্পানির ৩ কোটি ১৩ লাখ শেয়ার হস্তান্তর সম্পন্ন করেন।
বুধবার (৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, ঢাকা ব্যাংক পিএলসির পরিচালক মির্জা ইয়াসির আব্বাস। তার কাছে থাকা কোম্পানির মোট শেয়ারের মধ্যে থেকে তিনি ৩ কোটি ১৩ লাখ শেয়ার তার মা আফরোজা আব্বাসকে (ব্যাংকটির উদ্যোক্তা) উপহার হিসেবে হস্তান্তর করেছেন।
এই উদ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার ডিএসইর লেনদেন সিস্টেমের বাইরে লেনদেন সম্পন্ন করেছেন। এরআগে, গত ৫ অক্টোবর তিনি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন।
তথ্যানুসারে ডিএসইতে মঙ্গলবার ঢাকা ব্যাংকের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১১.
ঢাকা/এনটি/ইভা
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ
সোনা সব সময়ই দামি ধাতু। তবে বৈশ্বিক অস্থিরতার সুযোগে ধাতুটির মূল্য অস্বাভাবিক দ্রুতগতিতে বাড়ছে। তাতে প্রায় ২৬ মাসের ব্যবধানে সোনার দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এখন প্রতি ভরির দাম দুই লাখ টাকার বেশি। সোনার দাম এখানে থামবে, এমন কোনো লক্ষণ নেই। উল্টো দাম আরও বাড়ার ইঙ্গিত মিলছে।