নোয়াখালী বিভাগের দাবিতে সরব হচ্ছেন জেলার বাসিন্দারা। কিছুদিন ধরে নানা উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় জেলার বেগমগঞ্জের চৌরাস্তায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ১০ মিনিটের জন্য চৌরাস্তার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি স্কয়ারে ব্লকেড কর্মসূচি পালন করা হয়। আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচি পালন উপলক্ষে আজ সকালে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি–পেশার মানুষ চৌমুহনী চৌরাস্তা এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা স্লোগান দেন, ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে চৌরাস্তার চারদিকের সড়কে ব্লকেড কর্মসূচি পালন করার কথা ছিল। তবে জনদুর্ভোগের কথা চিন্তা করে ব্লকেড কর্মসূচির পরিবর্তে মানববন্ধন ও সমাবেশ করার সিদ্ধান্ত হয়। কিন্তু কর্মসূচির শেষ দিকে উপস্থিত ছাত্র–জনতা চৌরাস্তার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি স্কয়ার ঘিরে ১০ মিনিটের জন্য ব্লকেড কর্মসূচি পালন করেন। এতে চারদিকের সড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন। আজ বেলা ১১টায় বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায়.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব গমগঞ জ

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

গাজা অভিমুখী মানবিক বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার প্রতিবাদ এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা প্রেরণের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির।

রবিবার (৫ অক্টোবর) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

আরো পড়ুন:

রাকসু: নির্বাচনী প্রচারের সময় বাড়ল ১০ দিন

রাবির ভর্তি পরীক্ষায় থাকবে না সিলেকশন

মানববন্ধনে অংশ নিয়ে রাকসুতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক ফাহিম রেজা বলেন, “ইজরায়েল একটি অবৈধভাবে জন্ম নেওয়া রাষ্ট্র। ইতোপূর্বে আমাদের দেখানো হচ্ছিল ফিলিস্তিন ও হামাস একটি সন্ত্রাসী রাষ্ট্র। আজ পুরো পৃথিবী দেখছে ইজরায়েল একটি অবৈধ রাষ্ট্র। মানবিক ত্রাণ বাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ উদ্যোগ ছিল। ইজরায়েলের নৌবাহিনী সেই বহরে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার স্পষ্ট লঙ্ঘন করেছে।”

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বলেন, “ইজরায়েল পৃথিবীর বিষফোড়ায় পরিণত হয়েছে। মানবাধিকার কর্মীরা যখন ত্রাণ নিয়ে যাচ্ছিলেন, তাদের ইজরায়েলের নৌবাহিনী বাধা দিয়েছে। গাজা এখন মানবতা ও বর্বরতার মধ্যকার অবস্থান নির্বাচনের পরীক্ষাকেন্দ্র।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি ও রাকসুর ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “ইজরায়েল মানবিক সহায়তার জাহাজ বহর বন্দী করে মানবতার চরম বিপর্যয়ের নজির স্থাপন করেছে। তারা মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার ও অপহরণ করেছে। একটি অহিংস ও শান্তিপূর্ণ উদ্যোগে এভাবে বাধা দেওয়ার নজির পৃথিবীতে আর দেখা যায় না। এই কাজ মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। যারা মানবতার বিরুদ্ধে কথা বলে, আমরা তাদের বিরুদ্ধে সবসময় অবস্থান নেব, ইনশাল্লাহ।”

এ সময় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/ফাহিম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • রাঙামাটি সদরে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্র চেয়ে মানববন্ধন
  • বিআরটি প্রকল্প এক যুগেও শেষ না হওয়ায় গাজীপুরে মানববন্ধন
  • আড়াইহাজারে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন
  • শিশু তায়েবা হত্যার বিচার দাবিতে আদালত চত্বরে মানববন্ধন
  • ফ্লোটিলায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন