ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প
Published: 21st, November 2025 GMT
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, এর মাত্রা ছিল ৫.৭, উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এর মাত্রা ৫.৫ জানায়। চাঁদপুর, নীলফামারী, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়। আতঙ্কে অনেকে ঘর থেকে বের হয়ে আসেন। পার্শ্ববর্তী ভারতেও এর প্রভাব পরে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সিরাজগঞ্জে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে যমুনাপারের জেলা সিরাজগঞ্জ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে প্রায় ১০ সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে জেলার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
শহরের এসএস রোডের গোলাম মোস্তফা বলেন, ‘হঠাৎ করে খাট কাঁপতে শুরু করে। পরে আমিসহ পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় নেমে আসি। এসময় বাসার আশপাশের সবাই নিচে নেমে আসে।”
তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো নরসিংদীর মাধবদীতে। এই ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো জেলা।
ঢাকা/অদিত্য/এস