‘ভাত ছাড়া আমার হয় না, তাই দিনে তিন বেলাতেই ভাত খাই,’ হেসে বলছিলেন রওনক রিপন। নিকেতনের ৩ নম্বর রোডের এক রেস্তোরাঁয় রিপনের দেখা মেলে। সকালের নাশতায় ভর্তা-ভাত খাচ্ছিলেন তিনি। মুখভর্তি ভাত, তাই হাতের ইশারায় বসতে বললেন। খাওয়া শেষে হোটেল থেকে বের হতে হতে হেসে বললেন, ‘যত কিছুই হোক, ভাত না হলে চলে না, ভাই।’ হোটেল থেকে বের হয়ে চললাম ১ নম্বর রোডের একটি স্টুডিওতে। সেখানে শুরু হয় আড্ডা।

ধীরে ধীরে রওনক রিপন যেন নিজের জীবন–বইয়ের পাতা ওলটাতে লাগলেন। কথার টানে ফিরলেন নব্বইয়ের দশকে। জানালেন, অভিনেতা বা পরিচালক হওয়ার কথা কোনো দিনই তাঁর মাথায় আসেনি। এ পথই তাঁকে পথ চিনিয়েছে। জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে, যদিও তাঁর পৈতৃক ভিটা গাজীপুরের কালিয়াকৈরে। পারিবারিক নাম রিপন চন্দ্র সরকার। মাধ্যমিক পরীক্ষার পর বন্ধু আবদুল কাদিরের মাধ্যমে তিনি প্রথম যোগ দেন নারায়ণগঞ্জের শিশুসংগঠন ক্রান্তি খেলাঘর আসরে। সেখানেই শুরু হয় তাঁর মঞ্চনাটক, পথনাটক আর নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া।

রওনক রিপন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বন্দর ইউনিয়ন বিএনপির কর্মীসভা, লিফলেট বিতরণ 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আওতাধীন বন্দর উপজেলা বিএনপির অন্তর্গত বন্দর ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রীয় মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়েছে।  ‎

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল তিনটায় পুরান বন্দর চৌধুরী নুপুর কমিউনিটি সেন্টারে এই কর্মীসভার আয়োজন করা হয়। 

‎‎বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন। 

‎‎পরে পুরান থেকে বন্দর রেলালাইনসহ বিভিন্ন স্থানে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা গণসংযোগ করে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা। 

‎‎এসময়ে আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মামুন, বন্দর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি বাবুল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল প্রধানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ওসমান পরিবারের দোসররা নব্য গডফাদারদের সাথে লুটপাটে লিপ্ত : রফিউর রাব্বি
  • বন্দরে যুবলীগ নেতা দ্বীন ইসলামকে বিএনপিতে পূর্নবাসনের অভিযোগ
  • ত্বকীর ঘাতকদের বিচার না করে বারবার পুরস্কৃত করার অভিযোগ
  • স্বপ্ন দেখি টেকসই, স্মার্ট ও আধুনিক নারায়ণগঞ্জ: অধ্যাপক আলিয়ার
  • ফতুল্লায় দু’পা বিচ্ছিন্ন নয়ন হত্যা মামলার ৭ আসামি গ্রেপ্তার, রিমান্ড মঞ্জুর   
  • বন্দরের কবি ও সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহার
  • জনপ্রিয়তা বাড়ছে শিল্পপতি প্রাইম বাবুলের
  • ফতুল্লায় হত্যাকান্ডের শিকার নয়নের বিচ্ছিন্ন দু পা উদ্ধার, গ্রেপ্তার ৬
  • বন্দর ইউনিয়ন বিএনপির কর্মীসভা, লিফলেট বিতরণ