‘ভাত ছাড়া আমার হয় না, তাই দিনে তিন বেলাতেই ভাত খাই,’ হেসে বলছিলেন রওনক রিপন। নিকেতনের ৩ নম্বর রোডের এক রেস্তোরাঁয় রিপনের দেখা মেলে। সকালের নাশতায় ভর্তা-ভাত খাচ্ছিলেন তিনি। মুখভর্তি ভাত, তাই হাতের ইশারায় বসতে বললেন। খাওয়া শেষে হোটেল থেকে বের হতে হতে হেসে বললেন, ‘যত কিছুই হোক, ভাত না হলে চলে না, ভাই।’ হোটেল থেকে বের হয়ে চললাম ১ নম্বর রোডের একটি স্টুডিওতে। সেখানে শুরু হয় আড্ডা।

ধীরে ধীরে রওনক রিপন যেন নিজের জীবন–বইয়ের পাতা ওলটাতে লাগলেন। কথার টানে ফিরলেন নব্বইয়ের দশকে। জানালেন, অভিনেতা বা পরিচালক হওয়ার কথা কোনো দিনই তাঁর মাথায় আসেনি। এ পথই তাঁকে পথ চিনিয়েছে। জন্ম ও বেড়ে ওঠা নারায়ণগঞ্জে, যদিও তাঁর পৈতৃক ভিটা গাজীপুরের কালিয়াকৈরে। পারিবারিক নাম রিপন চন্দ্র সরকার। মাধ্যমিক পরীক্ষার পর বন্ধু আবদুল কাদিরের মাধ্যমে তিনি প্রথম যোগ দেন নারায়ণগঞ্জের শিশুসংগঠন ক্রান্তি খেলাঘর আসরে। সেখানেই শুরু হয় তাঁর মঞ্চনাটক, পথনাটক আর নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া।

রওনক রিপন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে ‘চোর’ সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মো. পারভেজ (৩০) নামের এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টা পরও কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পরিবারের দাবি, পারভেজকে চোর আখ্যা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আরও পড়ুননারায়ণগঞ্জে ‘চোর’ আখ্যা দিয়ে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ২৪ নভেম্বর ২০২৫

এর আগে গতকাল সোমবার ভোরে উপজেলার সোনাচড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে চুরির অভিযোগে পারভেজকে পেটানো হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

পারভেজ সিদ্ধিরগঞ্জ উপজেলার বার্মাস্ট্যান্ড এলাকার মৃত তারা মিয়ার ছেলে। তিনি উপজেলার রামনগর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন এবং নির্মাণশ্রমিকের কাজ করতেন।

পারভেজের স্ত্রী খাদিজা আক্তার অভিযোগ করেন, গতকাল ভোরে কয়েকজন মিলে তাঁর স্বামীকে ‘চোর’ আখ্যা দিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেন। পারভেজ নির্মাণশ্রমিকের কাজ করতেন, চুরির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন তিনি।

পারভেজের প্রতিবেশী নাজমা আক্তার বলেন, পারভেজকে কখনো খারাপ কাজে দেখেননি। কেউ অপরাধী হলেও এভাবে পিটিয়ে হত্যা করা যায় না।

এ বিষয়ে আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, চোর আখ্যা দিয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মরদেহ দাফনের পর পরিবারের সদস্যরা মামলা করতে আসবেন বলে জানিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি জানান, পারভেজের বিরুদ্ধে মাদকের ছয়টি মামলা আছে। ওই দিন কী কারণে পিটিয়ে তাঁকে হত্যা করা হলো-তা এখনো পরিষ্কার নয়। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

সম্পর্কিত নিবন্ধ

  • মাসুদুজ্জামানকে মহানগর বিএনপি’র পূর্ণ সমর্থন, বিজয়ী করার অঙ্গীকার
  • না’গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করেন ডিসি রায়হান কবির
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন”
  • উপদেষ্টা রিজওয়ানার সাথে ‘’আমরা না’গঞ্জের সন্তান সমাজ কল্যাণ সংগঠন
  •  সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে গলা কেটে হত্যা, স্বামী আদিল আটক
  • নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী
  • সোনারগাঁয়ে তরুণীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
  • নবাগত জেলা প্রশাসকের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময়
  • রূপগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আছাউল হক ভূঁইয়া স্মৃতি ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • নারায়ণগঞ্জে ‘চোর’ সন্দেহে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি