‘জীবনে এক আছিল, মরণেও একলগে গেল’
Published: 9th, October 2025 GMT
চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের সারিকাইত গ্রামের পাকা মসজিদ গলি দিয়ে সাগরপারের রাস্তা ধরে কিছু দূর এগোতেই চোখে পড়ে সরু রাস্তার দুই পাশে দুটি ঘর। জীর্ণ ঘরগুলোর একটি প্রবাসী সাহাবুদ্দিনের, অন্যটি বাবলুর। ঘরগুলোর সামনে কয়েক শ মানুষের ভিড়। ভিড় ঠেলে সামনে এগোতেই প্রবাসী বাবলুর ঘর থেকে কান্নার শব্দ ভেসে আসে। ঘরে উঁকি দিতেই চোখে পড়ে, মেঝেতে পড়ে বিলাপ করছেন এক নারী।
লোকজনকে প্রশ্ন করে জানা গেল, তিনি বাবলুর মা জোসনে আরা বেগম। বিলাপ করে বারবার ছেলের কথা বলছিলেন। ক্ষণে ক্ষণে ছেলের বন্ধু সাহাবুদ্দিনকে ডাকছিলেন। বিলাপের সুরে জোসনে আরা বলছিলেন, ‘জীবনে তারা এক লগে আছিল, মরণেও তারা একলগে গেল।’
আজ বৃহস্পতিবার সকাল নয়টায় সারিকাইত গ্রামে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। শোকে হতবিহ্বল গ্রামবাসী একসঙ্গে এতগুলো তরতাজা যুবকের মৃত্যু মানতে পারছেন না।
গতকাল রোববার বাংলাদেশ সময় বিকেলে চারটায় ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাত প্রবাসী নিহত হন। এর মধ্যে সারিকাইত ইউনিয়নের বাসিন্দাই পাঁচজন। এ ছাড়া মাইটভাঙার একজন ও রহমতপুর ইউনিয়নের একজন বাসিন্দা আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাগরে মাছ শিকার শেষে বাড়ি ফেরার পথে ওমানের ধুকুম সিদ্দা এলাকায় প্রবাসীদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। নিহত ব্যক্তিরা হলেন সারিকাইতের আমিন মাঝি, মো.
সারিকাইত ইউনিয়নের নিহত পাঁচ প্রবাসীর সবাই দরিদ্র পরিবারের সন্তান। স্বপ্ন দেখেছিলেন বিদেশে রোজগার করে আবার একসঙ্গে দেশে ফিরবেন তাঁরা। সংসারে ফিরবে সচ্ছলতা। কিন্তু সেই স্বপ্নেরও মৃত্যু হয়েছে। আজ সকালে সারিকাইতের শিবের হাটের দক্ষিণে পাকা মসজিদ এলাকায় পৌঁছালে এলাকাবাসীর শোক টের পাওয়া যায়। পাকা মসজিদ থেকে সাগরপারের দিকে একই রাস্তায় দুর্ঘটনায় নিহত চারজনের বাড়ি।
ঘরের মেঝেতে বসে বিলাপ করছিলেন সাহাবুদ্দিনের মা নাজমা বেগমউৎস: Prothomalo
কীওয়ার্ড: দ র ঘটন একসঙ গ ব বল র প রব স
এছাড়াও পড়ুন:
দীপাবলিতে মুক্তি পাবে চার সিনেমা
আলোর উৎসব দীপাবলি। বাহারি আলোকছটায় রঙিন হয়ে ওঠে এ রাত। ভারতসহ বিশ্বের বেশ কটি দেশে পালিত হয় উৎসবটি। জমকালো আয়োজনে এ উৎসব উদযাপন করেন ভারতীয় তারকারা। ফলে বেশ আগে থেকেই শোবিজ অঙ্গনের তারকারাও নানা প্রস্তুতি নিয়ে থাকেন। এ উপলক্ষে প্রতি বছর মুক্তি পেয়ে থাকে ভারতীয় সিনেমা। দীপাবলিতে উপলক্ষে তেলেগু ভাষার চারটি সিনেমা মুক্তি পাবে। এই চার সিনেমা নিয়েই এই প্রতিবেদন—
তেলুসু কাডা
নীরজা কোনা নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘তেলেসু কাডা’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন—সিদ্ধু, রাশি খান্না, শ্রীনিধি শেঠি, হর্ষ চেমুদু, রবি মারিয়া। রোমান্টিক-কমেডি ঘরানার এ সিনেমার গল্পে একজন পুরুষ একসঙ্গে দুজন নারীর প্রেমে পড়েন। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে নীরজার অভিষেক হতে যাচ্ছে। আগামী ১৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
আরো পড়ুন:
সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেছে বিজয়ের গাড়ি
করুর ট্র্যাজেডির পর বিজয়কে নিয়ে যা বললেন কাজল
কে-র্যাম্প
রোমান্টিক-অ্যাকশন ঘরানার ‘কে-র্যাম্প’ সিনেমা নির্মাণ করেছেন জেইনস নানি। সিনেমাটির গল্পে একজন অ্যাথলেট তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। ফলে মানসিক ও ব্যক্তিগত সমস্যার সঙ্গে তাকে লড়াই করতে হয়। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—কিরন আবাভারাম, যুক্তি থারেজা। প্রেম-অ্যাকশন এবং স্পোর্টস-ড্রামার সংমিশ্রণে নির্মিত সিনেমাটি আগামী ১৮ অক্টোবর মুক্তি পাবে।
মাস জাতারা
ভানু বোগাভারাপু নির্মিত তেলেগু ভাষার সিনেমা ‘মাস জাতারা’। সিনেমাটিতে রবি তেজা ও শ্রীলীলার মতো তারকা শিল্পীরা অভিনয় করেছেন। সিনেমাটির গল্পে, রবি তেজা রেলওয়ে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন; যে ভয়ঙ্কর অপরাধী চক্র ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই করেন। এতে রবি তেজার সঙ্গে হাঁটুর বয়সি শ্রীলীলাকে রোমান্স করতে দেখা যাবে। চার বছর পর একসঙ্গে অভিনয় করেছেন তারা। আগামী ৩১ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
ভ্রুশাভা
মালায়ালাম ও তেলেগু ভাষার ‘ভ্রুশাভা’ সিনেমা নির্মাণ করেছেন নন্দা কিশোর। সিনেমাটিতে প্রথমবার রাজার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা মোহন লাল। গল্পে পিতা-পুত্রের জন্মান্তরের শত্রুতা ও পুনর্জন্মে তাদের সম্পর্কের রূপান্তর দেখানো হয়েছে। এতে এক মহাকাব্যিক ও আবেগঘন কাহিনি তুলে ধরেছেন পরিচালক। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—সমরজিৎ লঙ্কেশ, রাগিনী দ্বিবেদী, নায়ন সারিকা, অজয়, আলী, নেহা সাক্সেনা, সিদ্দিক প্রমুখ। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।
ঢাকা/শান্ত