পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনকে ঘিরে যদি পতিত সরকার বা অশুভ শক্তি দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তাহলে সরকার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে তা দমন করবে।

সোমবার (১০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি রাজধানীতে বাসে আগুন ও গুলি চালিয়ে মানুষ হত্যার প্রসঙ্গ টেনে সাংবাদিকরা জানতে চান, সরকার এসব ঘটনার দিকে কীভাবে তাকাচ্ছে? উত্তরে উপদেষ্টা বলেন, আমরাও কিন্তু একধরনের গণঅসন্তোষের প্রেক্ষাপটে পতিত সরকারের পর দায়িত্ব নিয়েছি। ওই সরকার প্রায় ১৬ বছর ক্ষমতায় ছিল। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে যাচ্ছে। এ সময়ে নানাভাবে পানি ঘোলা করার চেষ্টা হয়েছে। কিন্তু, দেশের মানুষ এখন স্পষ্ট বুঝতে পারছে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, কিছু বিষয় আমরা বিশ্লেষণ করতে পারি, কিছু বিষয় অদৃশ্য থেকে যায়। তবে, যখনই কেউ অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করবে, সরকার তখন সর্বোচ্চ সক্ষমতা দিয়ে তা নিয়ন্ত্রণ করবে।

রিজওয়ানা হাসান আরো বলেন, আমাদের প্রথম লক্ষ্য—কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে। তারপরও যদি তা ঘটে, তাহলে আমাদেরকে প্রতিক্রিয়াশীল পদ্ধতিতে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ঢাকা/এএএম/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর সরক র

এছাড়াও পড়ুন:

দুজন মিলেই বিয়ের কথা গোপন রেখেছিলাম: অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। ভালোবাসা, বিবাহ, মাতৃত্ব—সব মিলিয়ে তাদের সম্পর্ক যেন সিনেমার গল্পকেও হার মানায়। সময়ের স্রোতে দুজনের পথ আলাদা হলেও, প্রেমের সেই অধ্যায় আজও রয়ে গেছে আলোচনায়। 

পুরোনো সেই গল্পেই আবারও ফিরলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইজ অন স্টুডিও’ এর ইউটিউব চ্যানেলের প্রথম পডকাস্টে বসে প্রেম, বিয়ে ও জীবনের নানা অনুচ্চারিত অধ্যায়ের কথা বলেন অপু। 

আরো পড়ুন:

এবার ঢাকায় ‘ঢালিউড অ্যাওয়ার্ড’

শাকিবের নতুন লুক, পুরোনো বিতর্ক!

অপু বিশ্বাস বলেন, “বিয়ের বিষয়টি আমরা দুজনেই গোপন রেখেছিলাম। তখনকার পরিস্থিতি এমন ছিল যে, আমাদের দুজনেরই ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা ছিল। তাই একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম—এটা আপাতত নিজেদের মধ্যে রাখাই ভালো।” 

এর আগেও বহুবার অপু জানিয়েছিলেন, বিয়ের বিষয়টি শাকিব খান লুকিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু এবার প্রথমবারের মতো তিনি বললেন, “এটি কেবল শাকিবের নয়, বরং দুজনেরই সিদ্ধান্ত ছিল।” 

বিয়ের পর শাকিব-অপুর জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে আসে পুত্র আব্রাম খান জয়। সন্তান জন্ম, মাতৃত্বের সংগ্রাম—সবকিছু নিয়েই পডকাস্টে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ