৬ দলের ৪০০ প্রার্থীর আবেদন: ফ্যসিবাদমুক্ত সমমনা দল-জোটের সঙ্
Published: 9th, October 2025 GMT
আসন্ন নির্বাচনে ফ্যসিবাদমুক্ত জবাবদিহিতার রাষ্ট্র গঠনে আগ্রহী সমমনা দলগুল কিংবা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চ বৃহত্তর নির্বাচনী ঐক্য গড়ে তুলবে বলে জানিয়েছেন ছয়দলীয় জোটটির শীর্ষনেতারা।
তারা বলেছেন, জনগণের মালিকানা ও জনগণের কাছে জবাবদিহিতার রাষ্ট্র কাঠামো গড়তে যারা সর্বোচ্চ সচেতন হবেন, তাদের সাথেই গণতন্ত্র মঞ্চের ঐক্য হবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা এ কথা বলেন। জোট সম্প্রসারণের কথাও বলেছেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
এ সময় গণতন্ত্র মঞ্চের শীর্ষনেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম বলেন, “মঞ্চের ছয় দলের এ পর্যন্ত ৪০০ এর অধিক প্রার্থীর আবেদন জমা পড়েছে। আরো অনেকে আগ্রহ জানিয়েছেন। প্রার্থীতা বাছাই ও সমন্বয় কমিটি আবেদনগুলো পর্যালোচনা ও সমন্বয়ের কাজ করছেন। একই আসনে একাধিক প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে ধারাবাহিকভাবে দলগুলোর মধ্যে আলোচনার ভিত্তিতে সমন্বয় কাজ চলমান।”
নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, “আগামী নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জুলাই সনদের টেকসই বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ এই নির্বাচন।”
তিনি বলেন, “গণতন্ত্র মঞ্চ আগে এককভাবে নির্বাচনের ঘোষণা দিলেও সমমনা দল কিংবা জোটের সঙ্গে বৃহত্তর নির্বাচনী ঐক্য গড়ে তুলতে কাজ করছে। পাশাপাশি গণতন্ত্র মঞ্চ জোটটির সম্প্রসারণের আলাপ আলোচনা চলছে। দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে জনগণের মালিকানা ও জনগণের কাছে জবাবদিহিতার রাষ্ট্র কাঠামো গড়তে যারা সর্বোচ্চ সচেতন হবেন, তাদের সাথেই গণতন্ত্র মঞ্চের ঐক্য হবে।”
এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সিরাজ মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্যের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাখখাইরুল ইসলাম নবাব, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ভাসানি জনশক্তি পার্টির মহাসচিব ড.
ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গণতন ত র ম জনগণ র সদস য
এছাড়াও পড়ুন:
বিদেশিদের দালালি করা দলকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “বিদেশিদের দালালি করা দলকে ক্ষমতায় দেখতে চায় না এ দেশের জনগণ। একটা দল বিদেশিদের দালালি করে আওয়ামী লীগের মতোই এখন ক্ষমতায় বসতে চাইছে। তাদের সরকার গঠন করতে ভোট দেবে না জনগণ।”
শনিবার (২২ নভেম্বর) বিকেলে বরগুনার শাহাপট্টি সিদ্দিক স্মৃতি মঞ্চে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখা এই সভার আয়োজন করে।
রেজাউল করীম বলেন, “আইয়ামে জাহিলিয়াতের যুগ হার মানিয়েছিল আওয়ামী লীগ। নির্যাতন, গুম-খুন এমন কোনো অপরাধ নেই, যা তারা করেনি। বিদেশে টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়েছে তারা। এখন আবার বিএনপি আওয়ামী লীগের মতোই চাঁদাবাজি শুরু করেছে, বিদেশিদের দালালি শুরু করেছে। এক স্বৈরাচার বিদায় করে জনগণ মুক্তি পেয়েছে। এখন দেশের মানুষ ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায়। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব। ইসলামী দল ক্ষমতায় গেলে দেশ উন্নত হবে।”
তিনি বলেন, “আগামী সংসদ নির্বাচনে হাত পাখা প্রতীকের বিজয় হলে চাঁদাবজি বন্ধের পাশাপাশি মিথ্যা মামলা থেকে মানুষ মুক্তি পাবে।”
সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াতে ইসলাম, খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইমরান/মাসুদ