নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা মমতাজ বেগমকে (৬৯) হত্যার দায় স্বীকার করেছেন নাতনি ফাউজিয়া খাতুন (১৯)। তিনি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে উল্লেখ করেন, শরীরে থাকা স্বর্ণালংকার হাতিয়ে নিতে দাদিকে হত্যা করেন তিনি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের (সুমন) কাছে জবানবন্দি দেন ফাউজিয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে মা-মেয়েকে গলা কেটে হত্যা, স্বর্ণালংকার লুট

খুলনায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রবিবার রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার সর্দারপাড়ার নিজ বাড়িতে প্রয়াত প্রকৌশলী এস এম শফিউল্লাহর স্ত্রী মমতাজ বেগমের মরদেহ পাওয়া যায়। তার মুখমণ্ডলে আঘাতের চিহ্ন ছিল। পরদিন নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ঘটনার দিন রাতেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বৃদ্ধার ভাশুরের নাতনি ফাউজিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বনপাড়ার সর্দারপাড়ার শাহিনুজ্জামানের মেয়ে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই খুনিকে শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। তারা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারে, ঘটনার সময় নিহত বৃদ্ধার বাড়িতে তার ভাশুরের নাতনি ফাউজিয়া প্রবেশ করেছিলেন। তাৎক্ষণিকভাবে তারা বিভিন্ন বাসস্ট্যান্ডে গোয়েন্দা নিয়োগ করে। নাটোর শহরের হরিশপুর বাসস্ট্যান্ড থেকে রবিবার রাতেই ফাউজিয়া ও তার স্বামী মিনারুলকে আটক করা হয়। চার দিনের জিজ্ঞাসাবাদে ফাউজিয়া স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার জন্য দাদিকে হত্যার কথা স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে কিছু গয়না জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ফাউজিয়াকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলামের সামনে হাজির করেন। এসময় ফাউজিয়া ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হন। বিচারক তাকে জবানবন্দি দিতে তিন ঘণ্টা সময় দেন। বিকেল সাড়ে ৫টায় বিচারক নিজের খাসকামরায় অভিযুক্তের জবানবন্দি গ্রহণ করেন।

ফাউজিয়ার দেওয়া জবানবন্দির বরাত দিয়ে ওসি গোলাম সারওয়ার বলেন, বাড়ির প্রহরী এশার নামাজ পড়তে মসজিদে গেলে ফাউজিয়া তাঁর দাদির শোবার ঘরে ঢোকেন। এ সময় ফাউজিয়া সেখানে স্বামীকে নিয়ে রাত্রিযাপন করতে চান। মমতাজ বেগম রাজি হননি। তখন ফাউজিয়া তার হাতে থাকা টর্চলাইট দিয়ে মমতাজ বেগমের মুখমণ্ডলে আঘাত করেন। এতে তিনি লুটিয়ে পড়েন এবং তার নাক ফেটে রক্ত পড়তে থাকে। তখন ফাউজিয়া দাদির শরীরে থাকা সাড়ে তিন ভরি স্বর্ণালংকার খুলে নাটোরে চলে যান। 

তিনি আরো জানান, নাটোরের একটি দোকানে ফাউজিয়া গয়না বিক্রি করে নতুন জামাকাপড় কেনেন এবং বাসে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঢাকা/আরিফুল/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য স বর ণ ল ক র মমত জ ব

এছাড়াও পড়ুন:

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের ঘোষণা ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। সেনারা এখন চুক্তিতে সম্মত মোতায়েনের লাইনে ফিরে গেছে।

টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর থেকে সেনারা ‘নতুন মোতায়েনের লাইন বরাবর নিজেদের অবস্থান নিতে শুরু করেছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, “দক্ষিণ কমান্ডের আইডিএফ সেনাদের এলাকায় মোতায়েন করা হয়েছে এবং যেকোনো তাৎক্ষণিক হুমকি অপসারণ অব্যাহত রাখবে।”

বর্তমানে গাজা উপত্যকার ৫৩ শথাংশ এলাকার নিয়ন্ত্রণে রয়েছে আইডিএফ। এই অঞ্চলগুলোর বেশিরভাগই নগর অঞ্চলের বাইরে পড়ে।

গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অংশ হিসেবে মিশরের শার্ম আল শেখে ইসরায়েল ও হামাসের মধ্যে তিন দিনের পরোক্ষ আলোচনা হয়। এরপর বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তির বিষয়ে সমঝোতা হয়। এই চুক্তির শর্ত অনুযায়ী, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি এবং ২৮ জনের মৃতদেহ ফেরত দেবে হামাস। এর বিনিময়ে ইসরায়েল প্রায় ২০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। শুক্রবার ইসরায়েলি মন্ত্রিসভা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি অনুমোদন করেছে। এরপর থেকেই গাজার কিছু অংশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ