কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উলিপুর উপজেলা শহরে কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে তারা। এ সময় ব্যানার ফেস্টুন হাতে কয়েকশত নেতাকর্মী বিএনপির মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলামের মনোনয়ন বাতিল করে আব্দুল খালেককে মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন।

আরো পড়ুন:

বাউল আবুল সরকারের শাস্তি দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

পাবনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি, ক্ষুব্ধ অভিভাবকরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামকে মনোয়ন দেওয়া হয়।

একই আসনে রংপুর বিভাগের বিএনপির দায়িত্বপ্রাপ্ত জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠিক সম্পাদক আব্দুল খালেক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন পুনর্বিবেচনা না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানান বিক্ষোভে আসা নেতাকর্মীরা।

ঢাকা/সৈকত/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র র মন ন

এছাড়াও পড়ুন:

রোনালদোর রেকর্ড ভেঙে চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের দ্রুততম হ্যাটট্রি

রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে আবারও ছাপিয়ে গেলেন নিজের আগের সব আলোচনাকে। অলিম্পিয়াকোসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের লিগ-পর্বের ম্যাচে মাত্র ৬ মিনিট ৪২ সেকেন্ডে হ্যাটট্রিক করে ভেঙেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। যা রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগে দ্রুততম হ্যাটট্রিকের নজির।

ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্ট থেকে ম্যাচের প্রথম গোল করেন এমবাপে। এরপর ঝড় তুললেন আরও দু’টি গোল করে। সব মিলিয়ে সাত মিনিটেরও কম সময়ে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক উপহার দিলেন ফরাসি তারকা। রোনালদোর করা হ্যাটট্রিকের চেয়ে এমবাপ্পের এই হ্যাটট্রিত প্রায় চার মিনিট দ্রুত।

আরো পড়ুন:

বেলিংহামের শেষ মুহূর্তের গোলে হার এড়াল রিয়াল

দ্রুততম ৪৪ গোলে রোনালদোর রেকর্ড ভাঙলেন এমবাপ্পে

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এমবাপের চেয়ে দ্রুত হ্যাটট্রিক আছে শুধু মোহাম্মদ সালাহর। যিনি ২০২২ সালে রেঞ্জার্সের বিপক্ষে এমবাপ্পের চেয়েও ৩০ সেকেন্ড কম সময়ে এই কীর্তি গড়েছিলেন।

চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে দ্রুত হ্যাটট্রিকসমূহ:
৭ মিনিট - মোহাম্মদ সালাহ (রেঞ্জার্স ১-৭ লিভারপুল, ২০২২),
৭ মিনিট - কিলিয়ান এমবাপে (অলিম্পিয়াকোস ৩-৪ রিয়াল মাদ্রিদ, ২০২৫),
৮ মিনিট - বাফেতিম্বি গোমিস (দিনামো জাগরেব ১-৭ লিওঁ, ২০১১),
৯ মিনিট - মাইক নিউয়েল (ব্ল্যাকবার্ন ৪-১ রোজেনবর্গ, ১৯৯৫),
১১ মিনিট - রাহিম স্টার্লিং (ম্যান সিটি ৫-১ আটালান্তা, ২০১৯),
১১ মিনিট - ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ ৮-০ মালমো, ২০১৫),
১১ মিনিট - রবার্ট লেভানদভস্কি (বায়ার্ন ৭-১ সালজবুর্গ, ২০২২),
১২ মিনিট - রবার্ট লেভানদভস্কি (সার্ভেনা জভেজদা ০-৬ বায়ার্ন, ২০১৯),
১২ মিনিট - লুইজ আদ্রিয়ানো (বাতে বোরিসভ ০-৭ শাখতার, ২০১৪)।

ম্যাচ শুরুর সময় থেকে হিসাব করলে এমবাপের হ্যাটট্রিকটি টুর্নামেন্ট ইতিহাসে তৃতীয়-দ্রুততম সময়ে সম্পন্ন করা হ্যাটট্রিকও বটে।

২০২২ সালে বায়ার্নের হয়ে রবার্ট লেভানডোভস্কি সালজবুর্গের বিপক্ষে ম্যাচের ২৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন। তার আগে এসি মিলানের মারকো সিমোন ১৯৯৬ সালে রোজেনবর্গের বিপক্ষে ম্যাচের ২৪ মিনিটের মধ্যে করেছিলেন হ্যাটট্রিক। আর ২০২৫ সালের নভেম্বরে কিলিয়ান এমবাপ্পে অলিম্পিয়াকোসের বিপক্ষে ২৯ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন।

তার হ্যাটট্রিকে রিয়াল মাদ্রিদ ৪-৩ ব্যবধানে অলিম্পিয়াকোসকে হারিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান নিয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ