বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় ৬ হাজার নারীর মৃত্যু হয়। এই মৃত্যুর মূল কারণ হলো সচেতনতার অভাব, লজ্জা বা গোপনীয়তা এবং সময়মতো চিকিৎসা না নেওয়া। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া উচিত। সময়মতো সঠিক চিকিৎসা নিলে স্তন ক্যানসার থেকে বাঁচা সম্ভব।

শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আলোচনায় বলা হয়, স্তন ক্যানসার প্রতিরোধে নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি।

আরো পড়ুন:

রাজশাহীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

শরীয়তপুরে ৪ লাখ শিশু টাইফয়েড টিকা পাবে: সিভিল সার্জন

ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, আগামী ৩০–৩১ অক্টোবর ‘গোলাপি সজ্জিত বাসে’ রাজশাহী ও খুলনায় সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হবে। এছাড়া ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘চতুর্থ সমাজভিত্তিক ক্যানসার সম্মেলন’, যেখানে অনলাইনে ৫০০, ৭০০ বা ১,০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। গণস্বাস্থ্য হাসপাতালে স্তন ক্যানসার অপারেশনের সর্বোচ্চ খরচ ৬৫ হাজার টাকা, আর অতিদরিদ্রদের জন্য এটি মাত্র ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ডা.

আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, “রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়ন এই তিনটি একে অপরের সঙ্গে জড়িত। একটিকে বাদ দিলে স্বাস্থ্য ব্যবস্থার পূর্ণতা আসে না।”

অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, “ক্যানসার হলে দেরি না করে চিকিৎসা নিতে হবে। প্রাথমিক অবস্থায় ক্যানসার ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ ও কম খরচে করা সম্ভব।”

ডা. সৈয়দ মো. আকরাম হোসেন বলেন, “নারীরা যদি নিজের স্তন নিজে পরীক্ষা করেন, তাহলে প্রাথমিক অবস্থায় অনেক ক্ষেত্রেই সমস্যা ধরা পড়ে যেতে পারে।”

নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আক্তার বলেন, “আমাদের সমাজে নারীরা স্তন ক্যানসার লুকাতে চান। কিন্তু এটি গোপন না করে দ্রুত চিকিৎসা নেওয়া দরকার। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় এই বিষয়ে সচেতনতা ছড়াতে হবে।”

স্থানীয় সরকার বিষয়ক কমিশনের সদস্য মাশহুদা খাতুন শেফালী বলেন, “মানুষকে সচেতন করা সহজ কাজ নয়, এতে খরচ হয়। সরকারকে এ কাজে যুক্ত করতে হবে এবং যারা এ নিয়ে কাজ করেন, তাদের সহযোগিতা দিতে হবে।”

অধ্যাপক সারিয়া তাসনিম বলেন, “তরুণদের এই সচেতনতা কার্যক্রমে যুক্ত করা গেলে ভালো ফল পাওয়া যাবে।”

ঢাকা/এএএম/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘সঠিক চিকিৎসা নিলে স্তন ক্যানসার থেকে বাঁচা সম্ভব’

বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন, যার মধ্যে প্রায় ৬ হাজার নারীর মৃত্যু হয়। এই মৃত্যুর মূল কারণ হলো সচেতনতার অভাব, লজ্জা বা গোপনীয়তা এবং সময়মতো চিকিৎসা না নেওয়া। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরির ওপর জোর দেওয়া উচিত। সময়মতো সঠিক চিকিৎসা নিলে স্তন ক্যানসার থেকে বাঁচা সম্ভব।

শুক্রবার (১০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম’ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। আলোচনায় বলা হয়, স্তন ক্যানসার প্রতিরোধে নারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা সবচেয়ে জরুরি।

আরো পড়ুন:

রাজশাহীতে বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

শরীয়তপুরে ৪ লাখ শিশু টাইফয়েড টিকা পাবে: সিভিল সার্জন

ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, আগামী ৩০–৩১ অক্টোবর ‘গোলাপি সজ্জিত বাসে’ রাজশাহী ও খুলনায় সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হবে। এছাড়া ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘চতুর্থ সমাজভিত্তিক ক্যানসার সম্মেলন’, যেখানে অনলাইনে ৫০০, ৭০০ বা ১,০০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। গণস্বাস্থ্য হাসপাতালে স্তন ক্যানসার অপারেশনের সর্বোচ্চ খরচ ৬৫ হাজার টাকা, আর অতিদরিদ্রদের জন্য এটি মাত্র ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য ডা. আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, “রোগ প্রতিরোধ, স্বাস্থ্য সুরক্ষা ও উন্নয়ন এই তিনটি একে অপরের সঙ্গে জড়িত। একটিকে বাদ দিলে স্বাস্থ্য ব্যবস্থার পূর্ণতা আসে না।”

অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, “ক্যানসার হলে দেরি না করে চিকিৎসা নিতে হবে। প্রাথমিক অবস্থায় ক্যানসার ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ ও কম খরচে করা সম্ভব।”

ডা. সৈয়দ মো. আকরাম হোসেন বলেন, “নারীরা যদি নিজের স্তন নিজে পরীক্ষা করেন, তাহলে প্রাথমিক অবস্থায় অনেক ক্ষেত্রেই সমস্যা ধরা পড়ে যেতে পারে।”

নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আক্তার বলেন, “আমাদের সমাজে নারীরা স্তন ক্যানসার লুকাতে চান। কিন্তু এটি গোপন না করে দ্রুত চিকিৎসা নেওয়া দরকার। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় এই বিষয়ে সচেতনতা ছড়াতে হবে।”

স্থানীয় সরকার বিষয়ক কমিশনের সদস্য মাশহুদা খাতুন শেফালী বলেন, “মানুষকে সচেতন করা সহজ কাজ নয়, এতে খরচ হয়। সরকারকে এ কাজে যুক্ত করতে হবে এবং যারা এ নিয়ে কাজ করেন, তাদের সহযোগিতা দিতে হবে।”

অধ্যাপক সারিয়া তাসনিম বলেন, “তরুণদের এই সচেতনতা কার্যক্রমে যুক্ত করা গেলে ভালো ফল পাওয়া যাবে।”

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ