যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ ড. অধ্যাপক কাজি গোলাম মহিউদ্দিনের (৮৩) জানাজা আগামী বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ফেনী শহরের পূর্ব উকিলপাড়া মুন্সিবাড়ি মসজিদে হবে। তার সর্বশেষ জানাজা বাদ জোহর পৈত্রিক নিবাস ফেনী সদর থানার মাথিয়ারা কাজি বাড়িতে হওয়ার কথা রয়েছে। সেখানে প্রতিষ্ঠিত খানকায়ে আলিয়াতে মরহুমকে দাফন করা হবে।

কাজি গোলাম মহিউদ্দিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত ৮টায় মারা যান। গত ৩ অক্টোবর বাদ জুমা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

কাজি গোলাম মহিউদ্দিন অধূণালুপ্ত কাজি ক্যামিকেল ওয়ার্কাসের প্রতিষ্ঠাতা মরহুম কাজি আলী নোয়াজের তৃতীয় ছেলে। তিনি ১৯৪৩ সালের ৬ মার্চ ফেনী শহরের পূর্ব উকিল পাড়ায় জন্মগ্ৰহণ করেন।

কাজি গোলাম মহিউদ্দিন ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.

কম পাস করে সেখানেই শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'তে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করে ফিরে এসে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ’তে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।

কাজি গোলাম মহিউদ্দিন ১৯৮১ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলস (ইউসিএলএ) থেকে স্কুল অফ বিজনেস বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। সুদীর্ঘ ৪৫ বছরেরও অধিককাল শিক্ষকতার পাঠ চুকিয়ে অধ্যাপক হিসেবে ইউসিএলএ থেকে অবসর গ্রহণ করেন তিনি।

ঢাকা/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। 

বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুর-দশমাইল মহাসড়কের ফতেজংপুর গ্রামের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে দুর্ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

রংপুরের ইসলামী আট দলের সমাবেশ থেকে ফেরার পথে প্রাণ গেল ২ জনের

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুল কবির জানান, রংপুর থেকে ছেড়ে আসা বাসাটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। চম্পাবতী বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি যাচ্ছিল সৈয়দপুরের দিকে। ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে পৌঁছালে বাসটি ভ্যানকে ধাক্কা দেয়, ঘটনাস্থলে দুইজন নিহত হন।

তিনি জানান, কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। 

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ