খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান স্ত্রী। এরপর স্বামী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে তাঁকে বালিশচাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করেন। পরে দুই ব্যক্তির সহযোগিতায় লাশটি খালে ফেলে দেন স্ত্রী। রাঙামাটিতে সাড়ে চার মাস ধরে নিখোঁজ রয়েছেন এক ব্যক্তি। তাঁর স্ত্রী আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বামীকে খুনের এমন বিবরণ তুলে ধরেছেন। একই ঘটনায় তাঁর দুই সহযোগীও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

কুড়িগ্রামে বিএনপির প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলামের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে দলের স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উলিপুর উপজেলা শহরে কুড়িগ্রাম-চিলমারী সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করে তারা। এ সময় ব্যানার ফেস্টুন হাতে কয়েকশত নেতাকর্মী বিএনপির মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলামের মনোনয়ন বাতিল করে আব্দুল খালেককে মনোনয়ন দেওয়ার দাবিতে স্লোগান দেন।

আরো পড়ুন:

বাউল আবুল সরকারের শাস্তি দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

পাবনায় প্রাথমিক সহকারী শিক্ষকদের কর্মবিরতি, ক্ষুব্ধ অভিভাবকরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উলিপুর উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-৩ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামকে মনোয়ন দেওয়া হয়।

একই আসনে রংপুর বিভাগের বিএনপির দায়িত্বপ্রাপ্ত জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠিক সম্পাদক আব্দুল খালেক মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন পুনর্বিবেচনা না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানান বিক্ষোভে আসা নেতাকর্মীরা।

ঢাকা/সৈকত/বকুল 

সম্পর্কিত নিবন্ধ