রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্রপ্রতিনিধি নির্বাচনে কোনো মহল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন–সংলগ্ন খেলার মাঠে আয়োজিত বিফ্রিং প্যারেডে তিনি এ কথা বলেন। আরএমপি কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা আমরা করছি না। তারপরও যদি কোনো মহল চেষ্টা করে, তাহলে আমরা কঠোরভাবে ব্যবস্থা নেব। আইন প্রয়োগের ক্ষেত্রে ছাড় দেব না। আমরা আমাদের কাজের ক্ষেত্রে দৃঢ় থাকব।’

মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেছি। যে জায়গাগুলোতে নিরাপত্তাঝুঁকি আছে, সেগুলো পর্যালোচনা করে ইতিমধ্যে আমরা নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ফোর্সের পাশাপাশি পুলিশের হেডকোয়ার্টার থেকে চাহিদা দিয়ে বিভিন্ন জেলা থেকে এক হাজার ফোর্স আনা হয়েছে।’

নির্বাচনে তিন স্তরে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আমরা নির্বাচনকেন্দ্রিক তিন ধরনের নিরাপত্তাব্যবস্থা রেখেছি। একটি হলো ফ্রি ইলেকশন। এ জন্য দুই দিন ধরে আমাদের ডিউটি চলছে। আগামীকাল থেকে দুই দিন আরেকটা প্রোগ্রামে আমাদের ডিউটি চলবে। সব শেষে আমাদের চলবে পোস্ট–ইলেকশন প্রোগ্রাম।’

সাইবার নিরাপত্তায় দুটি দল কাজ করছে বলে জানান আরএমপি কমিশনার। তিনি বলেন, ‘আমাদের আশঙ্কা, সাইবার স্পেসে হয়তো কিছু ঘটনা ঘটতে পারে। এটাকে প্রতিহত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আমাদের আলাদা সাইবার টিম যৌথভাবে কাজ করছে। যেকোনো অপপ্রচার বা অপতথ্য যাতে না ছড়ায়, সে জন্য আমরা কাজ করছি। কোনো ঘটনা আমাদের নজরে এলে ব্যবস্থা গ্রহণ করব। সবার প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা কোনো উসকানির প্রতিক্রিয়া না দেখিয়ে আমাদের জানান।’

নির্বাচনের দিন ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ থাকবে উল্লেখ করে মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, ‘নির্বাচনের দিন সাতটা গেট খোলা থাকবে। এই সাত গেটেই আমাদের নিরাপত্তাব্যবস্থা থাকবে। ফটকগুলো দিয়ে বহিরাগত লোকজন প্রবেশ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের হলকেন্দ্রিক যেসব নিরাপত্তার বিষয় আছে, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলাতে বহিরাগত আছে কি না, তল্লাশি করছে।’

পুলিশ কমিশনার আরও বলেন, ‘আমাদের জনবল বাড়িয়ে ২ হাজার ৩০০ পুলিশ সদস্য কাজ করছেন। আমরা আমাদের কর্মকর্তাদের বারবার ব্রিফ করেছি, যেন তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে ভালো ব্যবহার করেন। পুলিশ সদস্যদের বিরুদ্ধে যেন কোনো ধরনের খারাপ আচরণের অভিযোগ না আসে, সেটা তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক জ করছ ব যবস থ আম দ র

এছাড়াও পড়ুন:

জাল টাকা নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

নগদ টাকার লেনদেনে জনসাধারণকে আরও বেশি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বড় অঙ্কের লেনদেন ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করার পরামর্শও দেওয়া হয়েছে। দেশে জাল টাকার অনুপ্রবেশ হচ্ছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে বিপুল পরিমাণ নোট বাংলাদেশে প্রবেশসংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ ধরনের তথ্য জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জাল নোট তৈরি, বহন ও লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর।

এ পরিপ্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন ও জাল নোট প্রচলন প্রতিরোধে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো, যেমন জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা যথাযথভাবে যাচাই করা। বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদন করা। নগদ লেনদেনে যথাসম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা। সন্দেহজনক নোট পেলে বা এ–সংক্রান্ত কোনো তথ্য অবগত হলে অবিলম্বে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সরাসরি অথবা জাতীয় জরুরি সেবা–৯৯৯ নম্বরে যোগাযোগ করা।

সম্পর্কিত নিবন্ধ

  • জাল টাকা নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • ‘রাকসু নির্বাচনে গুজব প্রতিরোধে কাজ করছে সাইবার ইউনিট’
  • রাকসু নির্বাচন: একটি ভোটের জন্য ১৪ সেকেন্ড বরাদ্দ
  • চাকসু নির্বাচনে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত: পুলিশ সুপার
  • চমেক কর্তৃপক্ষের আশ্বাস কত দিনে ফুরোবে
  • নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, ৪ হলে সভা বাতিল করল ছাত্রশিবির
  • রাকসু নির্বাচন: ২ হাজার পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব মোতায়ন
  • ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার ঘোষণা’
  • এনসিপি গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টি করবে না, প্রত্যাশা সিইসির