নেত্রকোণার মোহনগঞ্জে জয় আহম্মেদ (২২) নামে এক বিক্রয়কর্মীকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক আকাশ মিয়াকে (১৯) আটক করেছে পুলিশ। 

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌর শহরের থানা রোড এলাকায় হামলার শিকার হন জয়।

আরো পড়ুন:

কাপাসিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হামলা, গাড়ি ভাঙচুর 

নড়াইলে বাবা-ছেলেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

আটক আকাশ মোহনগঞ্জের মাইলোড়া এলাকার অবুল মিয়ার ছেলে। আহত জয় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দশধরী (পূর্বপাড়া) গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জয় একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মোহনগঞ্জে কাজ করেন। বৃহস্পতিবার বিকেলে তিনি মালামাল সরবরাহের জন্য পৌর শহরের থানা রোডের দৌলতপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে যান এবং দোকানের সামনে ভ্যান রেখে কাজ করছিলেন।

একই স্থানে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে আকাশের সঙ্গে জয়ের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আকাশ ও তার সহযোগীরা জয়ের ওপর হামলা চালায়। তারা জয়ের হাত ও মাথায় ছুরিকাঘাত করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয়কে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে জয়কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি মো.

আমিনুল ইসলাম বলেন, “অভিযুক্ত আকাশ মিয়াকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঢাকা/ইবাদ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আহত আটক ম হনগঞ জ

এছাড়াও পড়ুন:

দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। 

বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুর-দশমাইল মহাসড়কের ফতেজংপুর গ্রামের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে দুর্ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

রংপুরের ইসলামী আট দলের সমাবেশ থেকে ফেরার পথে প্রাণ গেল ২ জনের

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুল কবির জানান, রংপুর থেকে ছেড়ে আসা বাসাটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। চম্পাবতী বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি যাচ্ছিল সৈয়দপুরের দিকে। ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে পৌঁছালে বাসটি ভ্যানকে ধাক্কা দেয়, ঘটনাস্থলে দুইজন নিহত হন।

তিনি জানান, কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। 

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ