পাকিস্তানের হামলায় তিন স্থানীয় ক্রিকেটারের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। নিহতদের নাম প্রকাশ করেছে বোর্ড। তারা হলেন- কবির, সিবঘাতুল্লাহ ও হারুন। এই ঘটনায় আরও পাঁচজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়।

ঘটনার পর গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে এসিবি। বোর্ড জানায়, নিহত ক্রিকেটাররা পূর্ব পাকতিকা প্রদেশের উরগুন থেকে প্রতিবেশী শহর শারানায় এক প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ শহরে ফিরে আসার পর স্থানীয় এক সমাবেশে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। এসিবির ভাষায়, এটি ছিল “পাকিস্তান কর্তৃক পরিচালিত একটি কাপুরুষোচিত আক্রমণ।”

আরো পড়ুন:

যুদ্ধবিরতি ভেঙে ফের সংঘাতে জড়াল পাকিস্তান-আফগানিস্তান

আফগান সীমান্তে ৩০ জনেরও বেশি ‘অনুপ্রবেশকারীকে’ হত্যার দাবি পাকিস্তানের

এই মর্মান্তিক ঘটনার পর আফগানিস্তান আগামী মাসে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে নির্ধারিত ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছে। বোর্ড জানিয়েছে, “নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এসিবি এক বিবৃতিতে বলে, “এটি আফগানিস্তানের ক্রীড়া সমাজ, ক্রীড়াবিদ ও ক্রিকেট পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সংহতি জানাচ্ছি।”

এদিকে আফগান দলের পেসার ফজলহক ফারুকি সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “নিরীহ নাগরিক ও আমাদের দেশীয় ক্রিকেটারদের ওপর এই নৃশংস হত্যাযজ্ঞ একটি জঘন্য ও অমার্জনীয় অপরাধ।”

আরেক তারকা মোহাম্মদ নবী বলেন, “এটি শুধু পাকতিকার নয়, পুরো আফগান ক্রিকেট পরিবার ও জাতির জন্য এক বিশাল শোকের দিন।”

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেনি, তবে জানিয়েছে যে তারা এ ঘটনাকে “জাতীয় শোক” হিসেবে দেখছে এবং নিহত খেলোয়াড়দের স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করবে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

দিনাজপুরে বাসের ধাক্কায় ভ্যানের ২ যাত্রী নিহত 

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। 

বুধবার (৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে রংপুর-দশমাইল মহাসড়কের ফতেজংপুর গ্রামের ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে দুর্ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

রংপুরের ইসলামী আট দলের সমাবেশ থেকে ফেরার পথে প্রাণ গেল ২ জনের

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিকের ভাইয়ের মৃত্যু

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুল কবির জানান, রংপুর থেকে ছেড়ে আসা বাসাটি পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। চম্পাবতী বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি যাচ্ছিল সৈয়দপুরের দিকে। ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের (ইপিজেড) সামনে পৌঁছালে বাসটি ভ্যানকে ধাক্কা দেয়, ঘটনাস্থলে দুইজন নিহত হন।

তিনি জানান, কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। 

ঢাকা/মোসলেম/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ