পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানিগুলো হলো—ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেড, মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড ও বিএসআরএম স্টিল লিমিটেড।
আরো পড়ুন:
‘ডিএসই-বিজিএমইএ পুঁজিবাজারের উন্নতি নিশ্চিত করতে পারে’
বিডি থাই ফুডে নতুন ভারপ্রাপ্ত এমডি নিয়োগ
রবিবার (১৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে শনিবার (১৮ অক্টোবর) কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ইনডেক্স অ্যাগ্রো: কোম্পানিটি আলোচ্য হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। ফলে, সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১.
বিএসআরএম: কোম্পানিটি আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ফলে, সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন। সর্বশেষ হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২০.৫৭ টাকা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৬.৭৯ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বরর হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
বিএসআরএম স্টিল: কোম্পানিটি আলোচ্য হিসাববছরে শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ফলে, সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ৫ টাকা নগদ লভ্যাংশ পাবেন। সর্বশেষ হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩.৭৭ টাকা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০.৫২ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ ডিসেম্বর হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর।
মুন্নু অ্যাগ্রো: কোম্পানিটি আলোচ্য হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ফলে, সাধারণ শেয়ারহোল্ডাররা প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ০.৫০ টাকা নগদ লভ্যাংশ পাবেন। সর্বশেষ হিসাববছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা। গত ৩০ জুন, ২০২৫ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১০.৮৬ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১১ ডিসেম্বরর হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৩ নভেম্বর।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম ল য র শ য় র র ব পর ত আল চ য হ স ব ব এসআরএম ড স ম বর ১০ ট ক শ নগদ
এছাড়াও পড়ুন:
সব টেলিভিশন ও অনলাইনকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামীকাল অনুষ্ঠেয় জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে সরাসরি সম্প্রচারের আহ্বান জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার রাতে এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছি, তারা যেন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।’
দেশের জনগণের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, ‘যেখানেই থাকুন— বাড়িতে, পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার আসরে—সরাসরি সম্প্রচারে যুক্ত হোন এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশীদার হোন।’
প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি। এটি আমাদের একসঙ্গে উদ্যাপনের সময়, ঐক্যের শক্তি অনুভব করার সময়—গৌরব ও আশার এই ঐতিহাসিক দিন থেকে নতুন প্রেরণা সঞ্চয়ের সময়।’
বহুপ্রতীক্ষিত জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান আগামীকাল বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনআগামীকাল স্বাক্ষর হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদ, কী থাকছে এই সনদে২ ঘণ্টা আগে