আমিরাতের জাতীয় দিবসের অনুষ্ঠানকে সৌদি আরবে দীপাবলি উদ্যাপন বলে প্রচার
Published: 26th, October 2025 GMT
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ২০ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে; যেখানে দেখা যায়, রঙিন আলো ও আতশবাজিতে সজ্জিত এক শহরে উৎসবমুখর পরিবেশে মানুষের উদ্যাপন। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি সৌদি আরবে দীপাবলি উদ্যাপনের দৃশ্য।
ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে শেয়ার করা হচ্ছে। তার মধ্যে ফেসবুক আইডি ‘বিজন সরকার’, ‘BJP Barrackpore District’–এর পাশাপাশি পশ্চিমবঙ্গের অনলাইন নিউজ পোর্টাল ‘Truth of Bengal’ও রয়েছে।
লিংক: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে
পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘সৌদি আরবে দীপাবলি উদ্যাপনের দৃশ্য। সৌদির স্কুলগুলোতে এখন গীতা, মহাভারত পড়ানো হচ্ছে। ইয়োগা, মেডিটেশন সেন্টার খোলা হচ্ছে।’
ভিডিওটি InVID টুল দিয়ে কি–ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, এটি সৌদি আরবের নয়; বরং সংযুক্ত আরব আমিরাতের (UAE) জাতীয় দিবস উদ্যাপনের দৃশ্য।
অনুসন্ধানে দেখা যায়, এই একই ভিডিও ২০২৩ সালের ডিসেম্বর মাসে একাধিক ইউটিউব চ্যানেল, যেমন ‘UAE VLOGS – Faraz Sandhu’, ‘Kalyan Basnet’ ও ‘Tanwir Alal’–এ আপলোড করা হয়েছিল। সেসব ভিডিওর বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, এটি দুবাইয়ে অনুষ্ঠিত সংযুক্ত আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবস উদ্যাপন।
লিংক: এখানে, এখানে, এখানে
এ ছাড়া ভিডিওটি ভালো করে দেখলে কয়েকটি স্পষ্ট ভিজ্যুয়াল উপাদান চোখে পড়ে। রাস্তার পাশে ট্রাফিক লাইটের বিদ্যুতের খুঁটিতে দেখা যায় একটি ইগল পাখির প্রতীক এবং ‘৫২’ সংখ্যাটি, যা সংযুক্ত আরব আমিরাতের জাতীয় প্রতীকের সঙ্গে সম্পর্কিত।
কাছাকাছি পার্ক করা একটি গাড়ির গায়ে স্পষ্টভাবে ‘UAE’ শব্দটি লেখা ছিল। এ ছাড়া গাড়ির পেছনে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় পতাকার পাশাপাশি এক ব্যক্তির ছবি দেখা যায়। এসব চিহ্ন একত্রে ইঙ্গিত দেয় যে ভিডিওটি সৌদি আরবের নয়; বরং এটি সংযুক্ত আরব আমিরাতের ৫২তম জাতীয় দিবস উদ্যাপনের সময় ধারণ করা।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের টিকটক ইনফ্লুয়েন্সার Hamza Ali–ও একই ভিডিও ২০২৩ সালের ৩ ডিসেম্বর পোস্ট করে লেখেন, ‘UAE National Day’.
লিংক: এখানে
আরও যাচাই করে দেখা যায়, মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গলফ নিউজ (Gulf News) ও টাইম আউট আবুধাবি (Time Out Abu Dhabi)–এর ২০২৩ সালের ১ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সরকার ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ৫২তম জাতীয় দিবস উদ্যাপনের কর্মসূচি ঘোষণা করেছিল।
লিংক: এখানে, এখানে
১৯৭১ সালের ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত গঠিত হয়েছিল। সেদিন সাতটি আমিরাতের (প্রদেশের) শাসকেরা একীকরণ চুক্তিতে স্বাক্ষর করেন, যার মাধ্যমে পৃথক পৃথক রাজ্যগুলো একত্র হয়ে জন্ম নেয় একটি রাষ্ট্র। এর পর থেকে দিনটি দেশজুড়ে জাতীয় দিবস হিসেবে উদ্যাপন করা হয়।
সুতরাং, ভাইরাল ভিডিওটি সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদ্যাপনের দৃশ্য, সৌদি আরবের দীপাবলির নয়।
পাঠ্যসূচিতে ‘রামায়ণ–মহাভারত’ দাবির যাচাই
সৌদি আরবে পাঠ্যবইয়ে গীতা, রামায়ণ বা মহাভারত পড়ানো হচ্ছে, এমন দাবিও ছড়ানো হচ্ছে এই ভিডিওর ক্যাপশনে।
তবে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এবং সৌদি দূতাবাসের প্রকাশিত শিক্ষা-সংক্রান্ত নথিতে দেখা যায়, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে গণিত, বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, আরবি ও ইসলামিক স্টাডিজ। রামায়ণ বা মহাভারত অন্তর্ভুক্ত করার কোনো ঘোষণা, বিজ্ঞপ্তি বা পরিকল্পনার উল্লেখ নেই।
লিংক: এখানে, এখানে
আন্তর্জাতিক গণমাধ্যম ও সৌদি সরকারি ওয়েবসাইট পর্যবেক্ষণেও দীপাবলি উদ্যাপন–সম্পর্কিত কোনো খবর বা ছবি প্রকাশিত হয়নি।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: আম র ত র জ ত ড স ম বর দ প বল
এছাড়াও পড়ুন:
পিএসসিতে এনসিপির প্রতিনিধিদল, ভাইভায় ১০০ ও প্রিলি–লিখিত পরীক্ষার নম্বর প্রকাশসহ ১৫ দফা প্রস্তাব
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে বিসিএস পরীক্ষাগুলোর অগ্রগতি বিষয়ে আলোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় বিসিএস ভাইভা পরীক্ষায় ১০০ নম্বর, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার নম্বর প্রকাশ, ৪৪তম বিসিএসের পুনঃ ফল ও ২০২৩ সালের নন–ক্যাডার বিধি সংশোধনসহ ১৫ দাবি পেশ করেছে দলটি।
আজ শনিবার বেলা ১১টায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেমের কাছে প্রস্তাবনাগুলো পেশ করে এনসিপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল। এনসিপির প্রতিনিধিদলে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ মিরাজ মিয়া।
হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে পিএসসির সঙ্গে আলোচনা ও ১৫ দাবি পেশের বিষয়টি তুলে ধরা হয়েছে।
এনসিপির ১৫ দফা প্রস্তাবনা হলো—১. ২০২৩ সালের নন–ক্যাডার বিধি সংশোধন দ্রুত বাস্তবায়ন ও ৪৩তম বিসিএস থেকে সমন্বয় করা।
২. ৪৩তম বিসিএস নন–ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদে দ্রুত সুপারিশ সম্পন্ন করা।
৩. ৪৪তম বিসিএসের পুনঃ ফল প্রকাশ ও চলতি বছরেই গেজেট প্রকাশের দাবি।
৪. চলমান (৪৩–৪৭তম) বিসিএসগুলোয় সর্বোচ্চসংখ্যক নন–ক্যাডার পদে সুপারিশের ধারা অব্যাহত রাখা।
৫. ৪৩তম বিসিএসের হেড টিচার পদে সুপারিশ পাওয়া প্রার্থীদের মেধার ভিত্তিতে নতুন সার্কুলারে যুক্ত করা।
৬. ৪৫তম বিসিএস ভাইভার হাজিরাপত্রে মার্কস আপডেট করা।
৭. স্বচ্ছতা নিশ্চিতে প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার মার্কস প্রকাশ করা।
৮. প্রার্থীদের জন্য চূড়ান্ত নম্বরপত্র অনলাইনে রোল ও রেজিস্ট্রেশন দিয়ে দেখার সুযোগ চালু করা।
আরও পড়ুনচাকরির পাশাপাশি যে পাঁচটি কাজ আপনার আয় বাড়াবে৯ ঘণ্টা আগে৯. পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়া এক মাসে সম্পন্ন করা।
১০. প্রতিবছর একটি ক্যালেন্ডার ইয়ারে বিসিএস সম্পন্ন করার ব্যবস্থা।
১১. শিক্ষা ও স্বাস্থ্য খাতে স্পেশাল বিসিএসে প্যানেল সিস্টেম চালু করা।
১২. ভাইভা বোর্ডভিত্তিক মার্কসের তারতম্য কমাতে নির্দিষ্ট মূল্যায়ন ক্যাটাগরি প্রণয়ন।
১৩. প্রিলি থেকে লিখিত পরীক্ষার মধ্যে কমপক্ষে দুই মাস বা ৫০ দিনের যৌক্তিক ব্যবধান রাখা।
আরও পড়ুন৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা১ ঘণ্টা আগে১৪. চূড়ান্ত ফল প্রকাশের আগে ক্রস চেক করে সম বা নিম্ন ক্যাডারে কেউ যেন নিয়োগ না পায়।
১৫. পিএসসির অধীনে অনুষ্ঠিত সব পরীক্ষা গ্রেডভিত্তিক বা ক্লাস্টার সিস্টেমে আয়োজনের দাবি।
বৈঠক শেষে প্রতিনিধিদলের সদস্যরা জানান, প্রতিটি দাবি নিয়ে পিএসসি কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন তাঁরা। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুনসুইডেনে ৭৫০টি ফুল-ফান্ডেড স্কলারশিপ, আবেদন স্নাতকোত্তরে, জীবনযাপন খরচ–ভ্রমণ ব্যয়সহ নানা সুযোগ৯ ঘণ্টা আগেআরও পড়ুনএ সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি কোনগুলো (১৭-২৩ অক্টোবর)২৪ অক্টোবর ২০২৫