নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে টেঁটা যুদ্ধ, আহত ১৫
Published: 9th, November 2025 GMT
নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুর এলাকায় খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) হ্যান্ড মাইকে ঘোষণা দিয়ে দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খেয়াঘাটে ভাড়া আদায় ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শনিবার সকালে উত্তেজনা চরমে পৌঁছালে উভয়পক্ষ টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়। এতে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে কয়েকজনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অনেকে পুলিশি গ্রেপ্তারের আশঙ্কায় গোপনে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। অথচ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। ফলে পুলিশের সামনেই সংঘর্ষের ঘটনা ঘটছে প্রায়ই।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
ঢাকা/হৃদয়/এস
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাঙামাটির দোপানীছড়ায় বিজিবি’র চিকিৎসা সেবা প্রদান
বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি’র উদ্যোগে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম দোপানীছড়ায় গরিব ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ওষুধ বিতরণ করা হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সকালে বিজিবির রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) ব্যবস্থাপনায় মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি’র নেতৃত্বে অধীনস্থ দোপানীছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী দোপানীছড়া পাড়ায় একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইনে স্থানীয় গরিব ও অসহায় পাহাড়ি নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধসহ মোট ২৫ জনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।
এ ব্যাপারে রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম শাহ রেজা জানান, সীমান্তবর্তী পাহাড়ি এলাকার বাসিন্দারা এখনো উন্নত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এ প্রেক্ষিতে মানবিক দায়িত্ববোধ থেকে রুমা ব্যাটালিয়ন সীমান্তের দুর্গম অঞ্চলে নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। রুমা ব্যাটালিয়ন এর আগেও স্থানীয় জনগণের কল্যাণে নানা মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
ঢাকা/শংকর/এস