চার জেলার পদ্মার চরে হঠাৎ কেন দেড় হাজার পুলিশের বিশেষ অভিযান
Published: 9th, November 2025 GMT
চার জেলা রাজশাহীর বাঘা, পাবনার বেড়া ও ঈশ্বরদী, নাটোরের লালপুর ও কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার চরে আজ রোববার সকাল থেকে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে পুলিশের রাজশাহী ও খুলনা রেঞ্জের দেড় হাজার সদস্য অংশ নিয়েছেন।
পুলিশ রাজশাহী রেঞ্জের অধীন রাজশাহী, পাবনা ও নাটোরে পরিচালিত অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। অভিযানে তাদের ১ হাজার ২০০ পুলিশ সদস্য আছেন। তবে খুলনা রেঞ্জের অধীন কুষ্টিয়ায় যে অভিযান চলছে, এর কোনো নাম দেওয়া হয়নি। এখানে অভিযানে আছেন ৩০০ পুলিশ সদস্য।
সম্প্রতি পদ্মার চরকেন্দ্রিক অপরাধ বেড়ে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ‘কাকন বাহিনী’র নাম আসে। এই বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তারা কথায় কথায় গুলি করে, মানুষ হত্যা করে, চরের বালু ও ফসল লুট করে, অপহরণ ও চাঁদাবাজি করে।
সর্বশেষ গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে ‘কাকন বাহিনী’র গুলিতে তিন কৃষক নিহত হন। এ ঘটনায় বাহিনীর প্রধান হাসিনুজ্জামান কাকনসহ কয়েকজনের নামে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা হয়। রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ায় মোট ছয়টি মামলা হয়েছে এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে।
পদ্মার চরে পুলিশের অভিযান। নাটোরের লালপুরে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদস য
এছাড়াও পড়ুন:
৩৪ টাকায় ধান, ৫০ টাকায় চাল কিনবে সরকার
আগামী ৩০ নভেম্বর থেকে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু করবে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং সিদ্ধ চাল ৫০ টাকা দরে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
জানা গেছে, সরকারি গুদামে ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে নির্ধারিত সময়সীমা পর্যন্ত। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও মিল মালিকদের কাছ থেকে চাল কেনা হবে।
সভা শেষে একাধিক কর্মকর্তা জানান, সংগ্রহ কার্যক্রমের মূল লক্ষ্য হলো কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখা।
গত বছর আমন মৌসুমে ধানের সরকারি সংগ্রহমূল্য ছিল প্রতি কেজি ধান ৩২ টাকা, আতপ চাল ৪৬ টাকা ও সিদ্ধ চাল ৪৭ টাকা। তুলনামূলকভাবে এবার ধান ও চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ধান সংগ্রহের পরিমাণ ও সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
ঢাকা/এএএম/ইভা