ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ‘শান্তি চুক্তি’ হয়েছে। 

রবিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এক শান্তি চুক্তি হয়। নিউমার্কেট থানা পুলিশ এর আয়োজন করে। 

শান্তি চুক্তিতে দুই কলেজের প্রতিনিধিদল অংশ নেয় এবং এক কলেজের শিক্ষার্থীরা অপর কলেজের শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেয়।

এসময় উপস্থিত ছিলেন নিউমার্কেট থানা অফিসার ইনচার্জ(ওসি) এ কে এম মফিজুল ইসলাম, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোবাচ্ছের হোসেন।

ঢাকা/রায়হান/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কল জ র শ ক ষ র থ

এছাড়াও পড়ুন:

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার ঢাকা-১০ আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হতে যাচ্ছেন।

রবিবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিসে (গ্রিন লাইফ হাসপাতালের পাশে) উপস্থিত হয়ে ভোটার নিবন্ধনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন বলে জানা গেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন বিষয়টি জানিয়েছেন। 

জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম এ সমন্বয়ক  এখন কুমিল্লা-৩ আসনের ভোটার হিসেবে তালিকাভুক্ত আছেন। 

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১০ আসন (ধানমন্ডি–কলাবাগান–নিউমার্কেট–হাজারীবাগ) থেকে প্রার্থী হতে পারেন। সেই প্রস্তুতির অংশ হিসেবেই এই আসনে ভোটার হচ্ছেন তিনি।

ঢাকা-১০ আসনটি ঢাকার গুরুত্বপূর্ণ একটি এলাকা, যেখানে রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আসিফ মাহমুদের ভোটার স্থানান্তরকে অনেকেই তাঁর রাজনৈতিক পরিকল্পনার ইঙ্গিত হিসেবে দেখছেন।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ