Prothomalo:
2025-11-09@07:35:01 GMT

গিরিয়া হাঁস ও কুড়া ইগলের গল্প

Published: 9th, November 2025 GMT

চলতি বছরের ভাদ্র মাসের শেষ ভাগে হঠাৎ করেই একটি দুঃসংবাদ পেলাম। দুই জোড়া কুড়া ইগলের বাসার জায়গা ভেঙে ফেলা হচ্ছে। সবে দুই জোড়া কুড়া ইগল তাদের বাসা তৈরির জন্য জায়গা খুঁজে পেয়েছে। একটি বাসা ছিল ছাতিম গাছে ও অন্যটি জামগাছে। জায়গাটা হলো টাঙ্গুয়ার হাওর এলাকা সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকুণ্ডা ইউনিয়নের মহেশখোলা এলাকার দাতিয়াপাড়ার একটি কবরস্থানে। পুরো এ অঞ্চলের কুড়া পাখির বাসার খোঁজখবর রাখেন শামীম। তিনি আমাদের স্থানীয় সহকর্মী ও নৌকাচালক। তাঁর কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। তাঁকে অনুরোধ করলাম সেখানে গিয়ে গ্রামবাসীকে বোঝাতে। পাখিগুলো যে মূল্যবান, তার বার্তা দিতে।

শামীম আমাদের আরেক সহকর্মী ইয়াহিয়াকে নিয়ে সেখানে গেলেন। একটি ছোট্ট সভাও করলেন। এতে সামান্য কিছু পয়সা খরচ হলো। কিন্তু দিন শেষে গ্রামবাসী গাছগুলো না কাটার সিদ্ধান্ত নিলেন। গ্রামবাসীর পক্ষে নূর মিয়া গাছ না কাটার একটি চুক্তিতে স্বাক্ষরও করলেন। বেঁচে গেল দুই জোড়া কুড়া ইগলের সংসার।

বিশ্বের সবচেয়ে বিপন্ন ইগলগুলোর একটি প্রজাতি এই পাখি।.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ময়মনসিংহে সহকর্মীকে হত্যার দায়ে পুলিশ দম্পতির ফাঁসির আদেশ

পুলিশ সদস্যকে হত্যার দায়ে এক পুলিশ দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক হারুন-অর রশিদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন কনস্টেবল মো. আলাউদ্দিন ও তাঁর স্ত্রী কনস্টেবল নাসরিন নেলী। আলাউদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভবানীপুর এলাকায়।

মামলার সংক্ষিপ্ত নথি সূত্রে জানা যায়, ২০১৪ সালে কনস্টেবল নাসরিন নেলীর সঙ্গে সহকর্মী কনস্টেবল সাইফুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এর জের ধরেই ঘটে হত্যাকাণ্ড। ওই বছরের আগস্টে ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকায় নেলীর ভাড়া বাসায় সাইফুল ইসলামকে খুন করেন নেলী ও তাঁর স্বামী আলাউদ্দিন। হত্যার পর তাঁরা সাইফুল ইসলামের লাশ বস্তাবন্দী করে গুম করার চেষ্টা করেন। তবে নগরীর টাউন হল মোড়ে পুলিশের তল্লাশির সময় বস্তাবন্দী লাশসহ হাতেনাতে ধরা পড়েন তাঁরা।

ওই ঘটনায় নিহত সাইফুল ইসলামের মা মুলেদা বেগম ২০১৪ সালের ১৩ আগস্ট ময়মনসিংহের কোতোয়ালি থানায় কনস্টেবল আলাউদ্দিন, তাঁর স্ত্রী নাসরিন নেলীসহ আরও দুজনকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

সম্পর্কিত নিবন্ধ

  • বিদায় গামিনি…
  • লকডাউনের দিনগুলোতে ভ্যাট–যুদ্ধ
  • ময়মনসিংহে সহকর্মীকে হত্যার দায়ে পুলিশ দম্পতির ফাঁসির আদেশ
  • ময়মনসিংহে সাবেক পুলিশ ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড