মাঝ হেমন্তের বাতাসে এখন শীতের ইঙ্গিত। সকালবেলার কুয়াশা ঘাসে মেলে দেয় সাদা আস্তর। রোদ ওঠে দেরিতে, আর দিন ফুরায় আগেভাগে। রাজধানীর ধুলাবালু, যানবাহনের দৌরাত্ম্য, কলকারখানার দূষণে কার্তিক শেষের এমন চিত্র এখানে অনেকটাই অনুপস্থিত।

তবে উত্তরে হাওয়ার দাপট কিন্তু দেশের উত্তর প্রান্তের জনপদে সেই ‘গা শিন শিন’ করা আশ্বিনের শেষ থেকেই। এখন সেখানে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

শীত এখনো পুরোটা নামেনি—সে যেন আসছে ধীরে, নিঃশব্দে। রাজধানীর বাতাসেও তার আগমন টের পাওয়া যায় কিছুটা। দিনের বেলা প্রায় দুই কোটি মানুষের শহরে তাপ অনেকটাই বেশি এখনো। রাতে কিন্তু তা কমে আসে। ফ্যান বা এসি চালিয়ে ঘুমাতে যাওয়া অনেকেরই অভিজ্ঞতা, ভোর রাতে ফ্যানের গতি কমাতে হয়। এসি বন্ধ বা বাড়িয়ে দিতে হয়। তাদের মধ্যে শীতকাতুরে যাঁরা, তাঁরা এখনই গায়ে চাদর দিচ্ছেন। আবহাওয়া অফিস বলছে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমবে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপরই আছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.

হাফিজুর রহমান বলছিলেন, তাপমাত্রা বেশি কমে গেছে উত্তরের জেলাগুলোতে। সুনির্দিষ্টভাবে বললে, রাজশাহী ও রংপুর বিভাগে। অবশ্য রাজধানীসহ সবখানেই তাপমাত্রা কিছুটা কমে গেছে। আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা এভাবে কমতে থাকবে। তারপর আবার বাড়তে পারে কিছুটা।

রাজশাহী ও রংপুর বিভাগের ছয়টি করে মোট ১২টি স্টেশনের আবহাওয়ার বার্তা পাওয়া যায় আবহাওয়া অধিদপ্তরের বার্তায়। দেখা গেছে, এর মধ্যে গতকাল তিন স্টেশনে সর্বনিম্ন তাপমাত্রা ২০–এর ঘরে ছিল। বাকিগুলোতে তাপমাত্রা ২০–এর নিচে নেমে গেছে।

তাপমাত্রা কমছে রাজধানীতেও। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও কমতে পারে বলে জানিয়েছেন হাফিজুর রহমান।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স লস য় স

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ কৃষি ব্যাংকে চুক্তিভিত্তিক নিয়োগ, বেতন ১ লাখ ৪০ হাজার

প্রধান নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই পদে প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২৫।

চাকরির বিবরণ-

পদের নাম: প্রধান নিরাপত্তা উপদেষ্টা (সার্বক্ষণিক)

পদসংখ্যা: ১

পদমর্যাদা: উপমহাব্যবস্থাপক

যোগ্যতা ও অভিজ্ঞতা: বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে অন্তত মেজর/ সমমান পদমর্যাদায় অবসরপ্রাপ্ত হতে হবে; ব্যাংক/প্রতিষ্ঠানে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা, আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রক সংস্থা এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার সক্ষম হতে হবে। ব্যাংকিং কার্যক্রম ও অভ্যন্তরীণ ঝুঁকি/নিরাপত্তা বিষয় সম্পর্কে সুষ্ঠু জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর

বেতন: ১,৪০,০০০ টাকা।

আরও পড়ুনবিসিএসে রিপিট ক্যাডার বন্ধ কেন জরুরি, এতে লাভ কার?৪ ঘণ্টা আগেআবেদনের নিয়ম

ডাক/কুরিয়ারযোগে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনপত্রসহ সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্রাদি স্ক্যান করে সফট কপি [email protected] ই-মেইলে অবশ্যই প্রেরণ করতে হবে।

আবেদনের ঠিকানা

উপমহাব্যবস্থাপক, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, বাংলাদেশ কৃষি ব্যাংক, প্রধান কার্যালয়, ৮৩-৮৫, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।

আরও পড়ুনসহকারী শিক্ষক ১০,২১৯ পদে আবেদন শুরু, দেখুন নির্দেশনা, পদ্ধতি ও শর্তগুলো০৮ নভেম্বর ২০২৫আবেদনের শেষ তারিখ

৩০ নভেম্বর ২০২৫

শর্তাবলি-

১. আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২. চুক্তির মেয়াদ ০২ বছর (সন্তোষজনক পারফরম্যান্স অর্জন সাপেক্ষে নবায়নযোগ্য)।

৩. কর্তৃপক্ষ যেকোনো দরখাস্ত/সকল দরখাস্ত কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বা বিজ্ঞপ্তির যেকোনো শর্ত বাতিল/শিথিল করার অধিকার সংরক্ষণ করেন।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ