রপ্তানি বাণিজ্যের আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে করা ১৭ মামলার অভিযোগপত্র দেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রবিবার (৯ নভেম্বর) এক বার্তায় জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এ তথ্য জানান।

আজ বিকালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে বলে বার্তায় জানানো হয়েছে।

সিআইডি জানায়, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে এই অর্থপাচার করা হয়েছে।  বেক্সিমকো গ্রুপের মালিকানাধীন মোট ১৭টি প্রতিষ্ঠান জনতা ব্যাংক থেকে ৯৩টি এলসি/সেলস কন্ট্রাক্ট গ্রহণ করে পণ্য রপ্তানি করে। কিন্তু আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সেই রপ্তানিমূল্য বাংলাদেশে না এনে বিদেশে পাচার করা হয়েছে। বেশিরভাগ পণ্য সংযুক্ত আরব আমিরাতসহ (বিশেষত সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং তার ভাই এ এস এফ রহমানের ছেলের যৌথ মালিকানাধীন আর আর গ্লোবাল ট্রেডিং এর ঠিকানায়) এবং অন্যান্য দেশে (যেমন জার্মানি, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, তুরস্ক, শ্রীলঙ্কা) রপ্তানি হয়েছে।

এছাড়া, সিআইডি সালমান এফ রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নামে ও বেনামে প্রায় ৩৩ হাজার ৪৭০ কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার এবং অন্যান্য আর্থিক অনিয়মের অভিযোগে পৃথক অনুসন্ধান চালাচ্ছে বলেও জানা গেছে।

ঢাকা/এমআর/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স আইড

এছাড়াও পড়ুন:

ভাটির দুঃসময় কেটে গেছে: ফজলুর রহমান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “আমার এবং ভাটি এলাকার দুঃসময় কেটে গেছে। আল্লাহর রহমতে ধানের শীষের মনোনয়ন পেয়ে আমি নতুন আশার আলো দেখছি।”

শনিবার (৮ নভেম্বর) বিকেলে অষ্টগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘শহীদ জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ফজলুর রহমান বলেন, “বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষের মনোনয়ন দিয়েছেন। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে হাওরকে মনের মতো করে সাজানো হবে।”

মনোনয়ন পাওয়ার পর হাওর এলাকায় এটিই ছিল ফজলুর রহমানের প্রথম জনসমাগমমূলক অনুষ্ঠান। তার আগমনকে ঘিরে সকাল থেকেই অষ্টগ্রাম পাইলট স্কুল মাঠে উপচে পড়া ভিড় জমে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. শাহিন। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার শহীদুল হক এবং অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন প্রমুখ।

ঢাকা/রুমন/এস

সম্পর্কিত নিবন্ধ