Prothomalo:
2025-11-09@08:43:30 GMT

অনাথ আশ্রম থেকে বলিউড নায়িকা

Published: 9th, November 2025 GMT

জীবনের গল্প অনেক সময় সিনেমার চেয়েও নাটকীয় হয়। তেমনই এক গল্প অভিনেত্রী লতিকার—যিনি তিব্বতের এক অনাথ আশ্রমে বড় হয়ে পৌঁছে গিয়েছিলেন মুম্বাইয়ের আলো-ঝলমলে চলচ্চিত্রজগতে। রাজ কাপুর আর দিলীপ কুমারের মতো তারকাদের সঙ্গে অভিনয় করা এই অভিনেত্রীর জীবন যেন ঠিক সিনেমার মতোই।

শুরুর জীবন
লতিকার জন্ম তিব্বতে, কিন্তু বেড়ে ওঠা দার্জিলিংয়ে। তাঁর আসল নাম ছিল হাঙ্গু লামু। বাবা ছিলেন অস্ট্রেলিয়ান, আর মা ছিলেন তিব্বতীয়। অল্প বয়সেই বাবাকে হারান তিনি। পরে মা দ্বিতীয়বার বিয়ে করেন। ছোট্ট হাঙ্গুকে স্কটিশ মিশনারিদের পরিচালিত এক অনাথ আশ্রমে রেখে যান। সেখানেই তাঁর শৈশব কাটে, সেখানেই খ্রিষ্টধর্ম গ্রহণ করেন।
জীবনের কষ্ট-অভাব সত্ত্বেও বাইরের পৃথিবীকে জানার কৌতূহল ছিল প্রবল। পরে সৎবাবার বদলির সুবাদে পরিবার চলে আসে মুম্বাইয়ে—যে শহর একদিন লতিকার ভাগ্য বদলে দেয়।

সিনেমায় আসা
অভিনয় যে একদিন তাঁর পেশা হবে, তা লতিকা কখনো ভাবেননি। কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করেছিল। একদিন তাঁর প্রতিবেশী, যিনি ছিলেন কত্থক নৃত্যশিল্পী, তাঁকে উৎসাহ দেন চলচ্চিত্রে চেষ্টা করতে। তাঁর পরামর্শেই লতিকা যান মিনার্ভা স্টুডিওতে, যেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় কিংবদন্তি অভিনেতা ও পরিচালক সোহরাব মদির।
সোহরাব মদি তাঁর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে শুধু অভিনয়ের সুযোগই দেননি, নতুন নামও দেন—লতিকা। তাঁর বিশ্বাস ছিল, এই নাম দর্শকের মনে দাগ কাটবে।

অভিনেত্রী লতিকা। আইএমডিবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

৩৪ টাকায় ধান, ৫০ টাকায় চাল কিনবে সরকার

আগামী ৩০ নভেম্বর থেকে আমন মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু করবে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং সিদ্ধ চাল ৫০ টাকা দরে ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

জানা গেছে, সরকারি গুদামে ধান ও চাল সংগ্রহের এ কার্যক্রম চলবে নির্ধারিত সময়সীমা পর্যন্ত। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও মিল মালিকদের কাছ থেকে চাল কেনা হবে।

সভা শেষে একাধিক কর্মকর্তা জানান, সংগ্রহ কার্যক্রমের মূল লক্ষ্য হলো কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে চালের দাম স্থিতিশীল রাখা।

গত বছর আমন মৌসুমে ধানের সরকারি সংগ্রহমূল্য ছিল প্রতি কেজি ধান ৩২ টাকা, আতপ চাল ৪৬ টাকা ও সিদ্ধ চাল ৪৭ টাকা। তুলনামূলকভাবে এবার ধান ও চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ধান সংগ্রহের পরিমাণ ও সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ