Prothomalo:
2025-11-09@06:04:07 GMT
দাম ১৯৯/২০০ টাকা, ক্রেতার মনে কী প্রভাব
Published: 9th, November 2025 GMT
ক্রেতাদের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে ব্যবসায়ীরা প্রায়ই পণ্যের দাম নির্ধারণ করেন। ৯৯৯ টাকা দাম দেখে একজন ক্রেতা যেমন মনে করেন তিনি ১০০০ টাকার কম দিয়ে কিনছেন, যদিও পার্থক্য মাত্র ১ টাকা। এই মনস্তাত্ত্বিক কৌশলকে প্ল্যাসিবো ইফেক্ট বলা হয়। ধরা যাক, শপিংমল বা অনলাইনে কোনো জিনিসের দাম ৩৯৯ টাকা। সেই জিনিসটির দাম আদতে কিন্তু ৪০০ টাকাই। কিন্তু ৪০০ টাকা ও ৩৯৯ টাকার মধ্যে ১ টাকার ফারাক হলেও ক্রেতার মনস্তত্ত্বে তার প্রভাব পড়ে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেসির জোড়া গোল, প্রথমবার সেমিফাইনালে মায়ামি
প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। আজ ‘বেস্ট অব থ্রি সিরিজের’ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নাশভিলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। এই জয়ে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, সহায়তা করেছেন আরেকটিতে।