খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষক নিহত
Published: 9th, November 2025 GMT
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম সেনা রঞ্জন ত্রিপুরা (২৬)। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাবুরোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সেনা রঞ্জন ত্রিপুরার বাড়ি পানছড়ির চিনালা চিগোন চানপাড়া এলাকায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে চার মাস আগে পানছড়ির লোগাং উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিদ্যালয় ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিলেন সেনা রঞ্জন। পথে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লোগাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা বলেন, দুর্গম এলাকার সাধারণ একটি পরিবার থেকে অনেক কষ্টে পড়ালেখা করেছেন সেনা রঞ্জন ত্রিপুরা। পরিবারে বাবা-মা তাঁর আয়ের ওপর নির্ভরশীল। সেনা রঞ্জনের দুটি সন্তানও রয়েছে।
জানতে চাইলে খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
হবিগঞ্জের নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন
হবিগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। তিনি কুষ্টিয়া জেলায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
শনিবার (৮ নভেম্বর) রাতে আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে হবিগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। তবে হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানকে কোথায় বদলি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেথ করা হয়নি।
আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিসিএস ২৫ ব্যাচের কর্মকর্তা। মাত্র তিনমাস আগে তিনি কুষ্টিয়ায় জেলা প্রশাসক হিসাবে যোগদান করেছিলেন।
ঢাকা/মামুন/এস