সীতাকুণ্ডে গভীর রাতে বাজারে যুবককে পিটিয়ে হত্যা
Published: 9th, November 2025 GMT
চট্টগ্রামের সীতাকুণ্ডে রাতের আঁধারে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩০)। তিনি একই এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, বেলাল হোসেন রাতে ঘুরে ঘুরে ওই বাজার পাহারা দিতেন। ঘুম এলে বাজারের এক কোণে পাকা মেঝেতে ঘুমাতেন। তবে বাজার কমিটি থেকে কোনো বেতন নিতেন না। সকালে রক্তাক্ত অবস্থায় বেলাল হোসেনকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ধারণা, বেলাল হোসেনকে চুরি,ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কোনো দুষ্কৃতকারী হত্যা করে থাকতে পারে।
জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মো.
মীরেরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জামশেদ আলম বলেন, ‘বেলাল সারা রাত বাজারের মধ্যে হেঁটে চিৎকার করে পাহারা দিতেন। বাজারে যে–ই আসুক, বেলাল সবাইকে চিনত। এ কারণে অপরাধমূলক কর্মকাণ্ডের জড়িত কেউ তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।’
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেলালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আমার সঙ্গে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে ছিলেন মামদানি
আমি বাংলাদেশি-মার্কিন, নিউইয়র্কের কুইন্সে থাকি। কাজ করি আর স্বপ্ন দেখতে ভালোবাসি। সেই আমিও এমন স্বপ্ন কখনো দেখিনি যে অভিবাসী হিসেবে এই শহরের রাজনীতিতে আমাদের শক্ত কোনো অবস্থান থাকতে পারে। কারণ, এত দিন আমাদের কষ্ট বুঝে, পাশে থেকে, আমাদের পক্ষে উচ্চ স্বরে কথা বলার কেউ ছিলেন না। জোহরান মামদানির সঙ্গে পরিচয়ের পর থেকে এই ধারণা বদলাতে শুরু করেছে। আমরা দক্ষিণ এশিয়ার মানুষেরা ধর্ম, বর্ণ, উচ্চারণ, নাম নিয়ে পদে পদে রেসিজম বা বৈষম্যের শিকার হই। কিন্তু এসব আমরা ভুলে যেতে বাধ্য হই কাজের চাপে, নিউইয়র্ক শহরে টিকে থাকার যুদ্ধে। জীবনযাপনের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে থাকতে ক্লান্ত নিউইয়র্কবাসীর কাছে নতুন আশার নাম জোহরান মামদানি।
মামদানির সঙ্গে প্রথম দেখাহাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন জোহরান মামদানি