নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫
Published: 9th, November 2025 GMT
নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এদের মধ্যে মাদক ব্যবসায়ী, হত্যা মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
রবিবার (৯ নভেম্বর) সকালে নরসিংদী জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, অপরাধ দমন ও মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নরসিংদী জেলা পুলিশ সুপার (এসপি) মেনহাজুল আলমের নির্দেশে জেলার সকল থানা ও ইউনিট ইনচার্জদের নেতৃত্বে গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত, প্রিভেন্টিভ এবং পরোয়ানাভুক্ত মিলিয়ে মোট ৪৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এসময় মাদকবিরোধী অভিযানে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও অর্ধ কেজি গাঁজা উদ্ধারসহ তিন জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া, একাধিক হত্যা মামলার এক আসামিকে এক রাউন্ড শটগানের গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ।
নরসিংদী জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম বলেন, “অপরাধ দমন ও মাদক নির্মূলে জেলা পুলিশ সর্বদা সতর্ক ও সক্রিয় ভূমিকা রাখছে। জনগণের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গঠন সম্ভব নয়। তাই সবাইকে আহ্বান জানাই ‘অপরাধ ও অপরাধীর তথ্য দিন, জেলা পুলিশের সেবা নিন। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”
ঢাকা/হৃদয়/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দৃঢ়ভাবে বলছি, ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে আমরা বদ্ধপরিকর: আসিফ নজরুল
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। আজ রোববার সকালে রাজশাহী লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে ১৬ থেকে ১৭ বছর ধরে নির্বাচন হয় না, ইলেকশনের অভ্যাসটাই হারিয়ে গেছে। অনেক মানুষের বয়স ৩২ থেকে ৩৪ হয়ে গেছে, কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেনি। প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়! আমি যেখানে যাই, পোস্টার দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখতে পাচ্ছি।’
নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখেন না মন্তব্য করে আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর কিংবা আমাদের ওপর চাপ সৃষ্টি করতে কিছু কথা বলে, আবার কিছু মন্তব্য হয়তো আন্তরিকভাবেও আসে। সবকিছু মিলিয়ে অনেকে ভাবেন, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই, আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর।’
আরও পড়ুনরাজশাহীর প্রশংসা করলেন উপদেষ্টা আসিফ নজরুল, এড়িয়ে গেলেন নির্বাচন নিয়ে প্রশ্ন২০ ঘণ্টা আগেনির্বাচন বিলম্বিত করার মতো কোনো ঘটনা নেই বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, অবশ্যই নির্ধারিত সময়েই নির্বাচন হবে। কোনো বিকল্প চিন্তা বা নির্বাচন না হলে কী হবে, এই প্রশ্ন আমাদের মাথায় নেই। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, সব রাজনৈতিক দল নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করে। উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে যা যা প্রয়োজন, সরকার তা করবে।’
আসামিদের জামিন প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘জামিন দেওয়া শুধু বিচারকের ওপর নির্ভর করে না, পুলিশ কী রিপোর্ট দিচ্ছে, সেটার ওপরও নির্ভর করে। যদি ভিডিও ফুটেজে দেখা যায় বা কণ্ঠ শনাক্ত হয়, তাহলে ব্যতিক্রম হতে পারে। যেখানে জামিন পাওয়ার যোগ্যতা আছে, সেখানে জামিন পাওয়াটা স্বাভাবিক। তবে যারা জামিন পেয়ে একই অপরাধ আবার করতে পারে বা আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে, নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়ে সক্রিয় থাকতে পারে, তাদের ক্ষেত্রে আমরা সতর্ক থাকব।’ তিনি আরও বলেন, ‘একজন বিচারকের জায়গায় তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মামলার চাপ কমে। আদালত সংস্কারে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে, এর সুফল অবশ্যই জনগণ পাবে।’