মার্জিন ঋণ ইস্যুতে পুঁজিবাজারে বড় পতন
Published: 13th, November 2025 GMT
চলতি সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ধারাবাহিক দরপতনের ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৭০০ পয়েন্টের ঘরে নেমেছে। সাড়ে ৪ মাস আগের অবস্থানে নেমে এসেছে সূচক।
এ দিনে আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বাড়লেও সিএসইতে কমেছে। ফলে, সাড়ে চার মাস আগের অবস্থানে নেমে এসেছে লেনদেন। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বাড়লেও সিএসইতে কমেছে।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্জিন ঋণ বিধিমালা প্রণয়ন করেছে। এ নতুন বিধিমালা নিয়ে মতপার্থক্য থাকায় হাইকোর্টে রিট দায়ের করেন বিনিয়োগকারীরা। এ কারণে পুঁজিবাজারে বড় পতন ঘটেছে। এতে পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা।
বাজার পর্যালোচনা করে দেখা গেছে, অনেক দিন ধরে পুঁজিবাজারে লেনদেনের শুরুতে সূচকের উত্থান দেখা গেলেও লেনদেন শেষে তা পতনে রূপ নেয়। বৃহস্পতিবার সকালে ডিএসইএক্স সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। তবে, লেনদেন শুরুর ৮ মিনিট পর থেকে সূচকের পতন দেখা যায়। লেনদেনের শেষ পর্যন্ত সূচকের পতন অব্যাহত ছিল। কয়েক মাসের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন অনেক কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২২.
এদিন ডিএসই শরিয়াহ সূচক ২৮.৯৮ পয়েন্ট কমে ৯৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪৭.৭১ পয়েন্ট কমে ১ হাজার ৮৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৮৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৫টি কোম্পানির, কমেছে ৩৫২টির এবং অপরিবর্তিত আছে ১৭টির।
এদিন ডিএসইতে মোট ৩৮৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৯০ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ১৩৩.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৩১৩ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ২১৮.৯৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৯৯ পয়েন্টে, শরিয়াহ সূচক ১৬.৮৩ পয়েন্ট কমে ৮৪৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫৯.৪৪ পয়েন্ট কমে ১২ হাজার ১৭০ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ১৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮টি কোম্পানির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত আছে ৪টির।
সিএসইতে ৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল খ ট ক র শ য় র ও ইউন ট ল নদ ন শ অবস থ ন ড এসইত স এসইত স এসই ড এসই
এছাড়াও পড়ুন:
এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনে ডিএসইর সম্মতি
পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসির কাছে নাম পরিবর্তনের অনুমতি চেয়েছে।
এদিকে, কোম্পানিটির আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনায় নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
ভুটানের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধিদের ডিএসই পরিদর্শন
বুধবার (১২ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানির নাম ‘এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এর পরিবর্তে ‘এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি’ রাখার প্রস্তাব অনুমোদন করেছে ডিএসই। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে কোম্পানিটির নতুন নাম কার্যকর হয়েছে।
নাম সংশোধন ছাড়া কোম্পানির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে।
ঢাকা/এনটি/মেহেদী