Prothomalo:
2025-11-13@11:33:56 GMT

দোকানপাট খোলা থাকলেও ক্রেতা কম

Published: 13th, November 2025 GMT

ঢাকার নিউমার্কেট রাজধানীর সবচেয়ে ব্যস্ত বিক্রয়কেন্দ্রগুলোর অন্যতম। সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার সবচেয়ে বেশি ক্রেতাদের আনাগোনা থাকে। তবে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ এলাকায় ক্রেতাদের কোনো ভিড় নেই। অলস সময় পার করতে দেখা যায় এখানকার বিক্রেতাদের।

নিউমার্কেটের প্রিয়াঙ্গন শপিং মলের সামনের ফুটপাতে পোশাক বিক্রি করেন নুরুল ইসলাম। সকাল ১০টায় দোকান খুলে দুপুর দেড়টা নাগাদ কোনো পণ্য বিক্রি করতে পারেননি তিনি। প্রথম আলোকে এ বিক্রেতা বলেন, ‘গতকাল এ সময়ে তিন হাজার টাকার মাল বিক্রি করেছি। আর আজ এখন পর্যন্ত বিক্রিবাট্টা নেই। আমরা রাজনীতি করি না, কিন্তু ক্ষতিটা আমাদেরই হয়।’ অস্থিরতা দেখা দিলে তাঁদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।

একইভাবে পাশের দোকানের মো.

রুবেল মিয়া ভয়ে ভয়ে সকাল ১১টায় দোকান খুলেছেন। তবে দুপুর দুইটা নাগাদ এক টাকাও বিক্রি করতে পারেননি। তবে গতকাল এই সময়ে তিনি এক হাজার টাকার জামাকাপড় বিক্রি করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘অন্যরা দোকান খুলেছে, তাই ভয় থাকলেও অন্যের দেখাদেখি দোকান খুলেছি।’ বিকেলে ক্রেতা বাড়বে বলে আশা করছেন তিনি। তবে অন্য বিক্রেতারা বলছেন, রাতে গাড়িতে আগুন দিলে আতঙ্ক আরও বাড়তে পারে। ফলে মানুষ বের না হলে বিক্রি করা যাবে না।

নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, চাঁদনী চক, নুরজাহান এবং গাউসুল আজম সুপার মার্কেটের সব দোকান খোলা রয়েছে। তবে মানুষের উপস্থিতি কম থাকায় বেচাবিক্রি তেমন নেই। রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির উপস্থিতও কম। তবে রিকশা চলছে সব সড়কে।

ফুটপাতে দোকানপাট খোলা, কিন্তু ক্রেতা নেই। আজ দুপুরে নিউমার্কেট এলাকা থেকে তোলা

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভাষণের মাধ্যমে জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন:

রাজনৈতিক অস্থিরতায় প্রশাসন নীরব থাকতে পারে না: গয়েশ্বর

পঞ্চগড়ে জামায়াতে যোগ দিলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাসহ ৩২ জন

সালাহউদ্দিন আহমদ বলেন, “সংবিধান সংস্কার পরিষদ নতুন ধারণা। ঐকমত্য কমিশনে বিষয়টি নিয়ে আলোচনা হয়নি।”

এর আগে দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আদেশে গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবণার ওপর গণভোট ও পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে নির্বাচিত প্রতিনিধি নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে। এই প্রতিনিধিরা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।”

এই প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। এরপর ৩০ কার্যদিবসের মধ্যে নির্বাচনে পাওয়া ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত হবে।”

এছাড়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে বলেও জানান ড. ইউনূস।

বিএনপিও নির্বাচনের দিন গণভোট আয়োজনের দাবি জানিয়ে আসছিল। তবে জামায়াতসহ ৮টি দল নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়েছিল।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত নিবন্ধ