আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি।

আজ বৃহস্পতিবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এ ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে গত ১৭ অক্টোবর ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগির জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

বিএনপির গুলশান কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির এই সভা হয়। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন।

সভা শেষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আজ জাতির উদ্দেশে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা তাঁকে ধন্যবাদ জানায়।’ তিনি বলেন, সভায় ১৭ অক্টোবর ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের ওপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণভোট অনুষ্ঠান এবং শিগগিরই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন ও হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র কম ট র র জন য রহম ন সরক র

এছাড়াও পড়ুন:

আ’লীগের ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে জামায়াতের বিক্ষোভ

দেশব্যাপী চলমান আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইনের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় সাইনবোর্ড এলাকায় মহানগরীর নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাতে সহস্রাধিক নেতাকর্মী মিছিলটিতে অংশ নেন। প্রতিবাদকারীরা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

মিছিল শেষে সমাবেশে সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন বলেন, “গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের মদদে সারাদেশে যে আগুন সন্ত্রাসের রাজনীতি শুরু হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

দেশের সম্পদ ধ্বংস করা এবং সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে ফেলার এই রাজনীতি অবিলম্বে বন্ধ করতে হবে।” তিনি আরও বলেন  জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। দেশের জনগণ সন্ত্রাসী আওয়ামীলীগ ও তাদের দোসর জাতীয় পার্টির কোন কার্যক্রম দেখতে চায়না।  

মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা খুনি হাসিনার বিচার চাই, ‘সন্ত্রাস-নাশকতা বন্ধ করো’, ‘মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবেনা’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। এসময় সিদ্ধিরগঞ্জ উত্তর থানা আমীর মাওলানা মোস্তফা কামাল, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর আলহাজ্ব কফিলউদ্দিন আহমেদ, পশ্চিম থানা আমীর মাহাবুব আলমের উপস্থিতিতে মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা প্রদক্ষিণ করেন। এসময় নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত গণভোট ও দেশে জনগণের ভোটাধিকার এবং স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • আ’লীগের ‘আগুন সন্ত্রাসের’ প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে জামায়াতের বিক্ষোভ
  • জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির সই
  • যেখানেই আওয়ামী লীগ দেখবেন, ধরে ধরে পুলিশের হাতে তুলে দেবেন: হাসনাত আবদুল্লাহ
  • ইউনূস সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একা চলা শুরু করেছে: নাসীরুদ্দ
  • ‘আগুন–সন্ত্রাস’ দেখে ফ্যাসিবাদবিরোধী শক্তির সতর্ক হওয়া উচিত: তারেক রহমান
  • আওয়ামীলীগের নাশকতা প্রতিহত করতে সোনারগাঁয়ে মান্নানের নির্দেশে প্রস্তুত নেতৃবৃন্দ
  • জুলাই সনদ নিয়ে মতপার্থক্য, সরকার প্রস্তুত সিদ্ধান্তে
  • সন্দেহ হলে আমিনবাজারে তল্লাশি করা হচ্ছে যাত্রীদের ব্যাগ ও মুঠোফোন
  • ছাব্বিশে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে: জামায়াত আমির