সাতক্ষীরার শ্যামনগরের এক বাড়িতে নতুন ঘর নির্মাণ উপলক্ষে পারিবারিক পিঠা উৎসব করা হয়েছে। সেই খাবারে বিষক্রিয়ায় শিশুসহ ওই পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার সোনাখালী গ্রামে সাইদ গাজীর বাড়িতে ওই পিঠা উৎসব হয়। 

অসুস্থরা হলেন—সুমাইয়া (২২), আইজা (২), মেহজাবিন (১০), সামিয়া (৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।

পরিবার ও হাসপাতাল সূত্র জানিযেছে, পিঠা বানানোর সময় কালো জিরার পরিবর্তে অসাবধানবশত দানাদার কীটনাশক ব্যবহার করা হয়। রাতে পিঠা খাওয়ার কিছুক্ষণ পর সবাই অসুস্থ হয়ে পড়েন। প্রতিবেশীরা টের পেয়ে দ্রুত তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.

শামিম হোসেন বলেন, সবাইকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। তবে, সবাই শঙ্কামুক্ত নন।

ঢাকা/শাহীন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল

এছাড়াও পড়ুন:

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল উৎসব এবার রাজশাহীতে

পাহাড়ঘেরা চট্টগ্রামের পর্ব চুকেছে, ফুটবলের রোমাঞ্চ এবার পদ্মাপারের শহর রাজশাহীতে। ‘ইস্পাহানি-প্রথম আলো তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এর রাজশাহী পর্বের খেলা আগামীকাল রোববার। ভেন্যু—ঐতিহ্যবাহী রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম।

দিনব্যাপী এ ফুটবল উৎসবে রাজশাহী অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামছে চারটি বিশ্ববিদ্যালয়। প্রথম আলোর আয়োজনে এবং ইস্পাহানি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ আসরকে ঘিরে স্টেডিয়াম ভেতরে-বাইরে সাজানো হয়েছে বর্ণিল সাজে।

রাজশাহী পর্বে অংশ নিচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। গতবারও এই চারটি দলই লড়েছিল। সেবার আঞ্চলিক পর্ব পেরিয়ে ঢাকায় সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার গৌরব অর্জন করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়।

রোববার সকাল সাড়ে আটটায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি ও সাবেক গোলরক্ষক সাইদুল ইসলাম।

আরও থাকবেন ইস্পাহানি টি লিমিটেডের জ্যেষ্ঠ বিভাগীয় ব্যবস্থাপক সত্য নারায়ণ ভৌমিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব, রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুর রাজ্জাক, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা, আহ্ছানিয়া মিশনের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেন। এ ছাড়া প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, বিশেষ প্রতিনিধি মাসুদ আলম ও রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ উপস্থিত থাকবেন।

আলোয় ঝলমল করছে মাঠে রাখা ট্রফি। ছবিটি চট্টগ্রাম পর্বের প্রথম দিনে তোলা

সম্পর্কিত নিবন্ধ

  • খুলনা পর্বের বর্ণিল উদ্বোধন করলেন বিপ্লব ভট্টাচার্য
  • বগুড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
  • ফরিদপুরে গরুচোর সন্দেহে পিটুনিতে একজন নিহত, তিনজন আহত
  • খাসিয়াদের উৎসব ‘সেং কুটস্নেম’
  • সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে চার জেলে অপহৃত, মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরেছেন একজন
  • ১০ জানুয়ারি থেকে ঢাকা চলচ্চিত্র উৎসব
  • সিনেমা মুক্তির আগেই অন্তরঙ্গ দৃশ্য ফাঁস
  • শাড়ি পরে ক্লাসে আসতে হয় মেয়েটিকে
  • আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল উৎসব এবার রাজশাহীতে