রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই এখন তাঁর চিকিৎসা হচ্ছে। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আপাতত বেঁচে যাচ্ছেন গম্ভীর
ঘরের মাঠে রেকর্ড ব্যবধানে হার। গত এক বছরের মধ্যে ঘরের মাঠে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধবলধোলাই। চারদিকে ভারতীয় দল ও কোচ গৌতম গম্ভীরকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
এরপরও তাৎক্ষণিক কোনো সিদ্ধান্তে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। বরং নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করে পুরো বিষয়টি বুঝতে চাইছে বোর্ড। এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে গম্ভীরকে সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল তিনি টেস্ট দলের জন্য সঠিক কোচ কি না? জবাবে তিনি বলেছিলেন, ‘এটা বিসিসিআই ঠিক করবে।’
বিসিসিআইয়ের একজন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ বিষয়ে বলেছেন, ‘বোর্ড এখনই কোনো সিদ্ধান্ত নেবে না। দল একটা পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে। গম্ভীরের চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। তার ওপর বিশ্বকাপ (টি-টোয়েন্টি) খুব কাছে। তাই এখন কোনো বড় সিদ্ধান্ত নয়। নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হবে, তবে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না।’
২৫ বছর পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা