সংবিধানপন্থী দল হিসেবে ব্র্যান্ডিংয়ের প্রশিক্ষণ নিল বিপ্লবী পরিষদ
Published: 18th, January 2025 GMT
৭২ এর সংবিধান বাতিল করে নতুন জনগণতান্ত্রিক সংবিধান বাস্তবায়নের ভ্যানগার্ড দল হিসেবে নিজেদের ব্র্যান্ডিং করতে প্রশিক্ষণ নিয়েছে ছাত্র-জনতার প্রথম রাজনৈতিক দল জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা।
শনিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নতুন দলকে গড়ে তুলতে রাজধানীর ধানমণ্ডিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং করেছে দলটির নেতৃবৃন্দ।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন, দেশের শীর্ষ সংবিধান বিশেষজ্ঞ অধ্যাপক ড.
অনুষ্ঠানে ড. মাইমুল আহসান নতুন সংবিধান প্রণয়নের গুরুত্ব তুলে ধরে জাতীয় বিপ্লবী পরিষদ নেতৃবৃন্দকে এজন্য গণপরিষদ গঠনের ওপর গুরত্বারোপ করতে বলেন। তিনি গণপরিষদ গঠন করার বিভিন্ন পদ্ধতি ও নতুন সংবিধান প্রণয়নের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের সীমাবদ্ধতা ও ত্রুটি তুলে ধরেন।
দেশের প্রধান দলে পরিণত হতে মূল্যবোধ, গণআস্থা ও নীতির প্রতি অবিচল থাকার সমন্বয়ে ব্র্যান্ডিং করার প্রশিক্ষণ দেন রাজনৈতিক ব্র্যান্ডিং গবেষক জাকারিয়া পলাশ। তিনি বলেন, “রাজনৈতিক দল মূলত জনগণের কাছে মূল্যবোধ, রূপকল্প, স্বপ্ন, সুখ, সুশাসন ও ক্ষমতার কথা প্রচার করে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের ব্র্যান্ড তৈরি করেছে। অন্যদিকে, সদ্য সাম্প্রতিক দল হিসেবে জাতীয় বিপ্লবী পরিষদ পরীক্ষামূলক অবস্থানে আছে।”
জনপ্রিয় ক্যারিয়ার কোচ জামাল উদ্দীন জামী লিডারশীপ ট্রেনিংয়ের দুইদিন জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দকে হাতে কলমে নেতৃত্বের বিভিন্ন স্কিল শেখান। এর মধ্যে রয়েছে কিভাবে নেতারা গভীরভাবে ভাববেন বা ক্রিটিক্যাল থিংকিং করবেন, বিদ্যমান রাজনৈতিক বয়ান ন্যারেটিভের সমালোচনা করবেন এবং নিজস্ব ন্যারেটিভ প্রতিষ্ঠা করবেন।
এছাড়া কিভাবে জনগণের সামনে দলকে সঠিকভাবে তুলে ধরতে হবে, দলে নাগরিকদের সম্পৃক্ত করতে হবে এবং যেকোন উদ্ভূত সঙ্কট চিহ্নিত করে, তা দ্রুত সবচেয়ে কার্যকর উপায়ে সমাধান করতে হবে; তাও নেতাদের শেখানো হয়।
সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির উদ্ভোধন করেন জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান।
এতে অংশগ্রহণ করেন যুগ্ম-আহ্বায়ক রাবেয়া আক্তার, সহকারী সদস্য সচিব সাইয়েদ কুতুব, ইঞ্জিনিয়ার ইমামুল হক, গালীব ইহসান, ডা. মাসুম বিল্লাহ, সদস্য বায়োজিদ বোস্তামি ও খালিদ হোসাইন।
এছাড়া অংশগ্রহণ করেন, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম-আহ্বায়ক ডা. নাবিল আহমদ, নেছার আহমেদ তুহিন ও সহকারী সদস্য সচিব জাকারিয়া কামাল, সদস্য মুস্তাকিম বিল্লাহ্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যুগ্ম-আহ্বায়ক নিয়াজ আহমদ, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মো. মেহেদি হাসান, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. ফরহাদ আহমেদ আলী প্রমুখ।
ঢাকা/সৌরভ/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র জন ত ক ত ক দল
এছাড়াও পড়ুন:
বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে পুলিশের মতবিনিময়
পুলিশ সপ্তাহের দ্বিতীয়দিন বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিবদের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) রাতে রাজারবাগ পুলিশ লাইনসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন উপদেষ্টা বলেন, “পুলিশের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে।” তিনি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এটি আরও উন্নত করার সুযোগ রয়েছে। তিনি গত ঈদুল ফিতরসহ অন্যান্য অনুষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।”
গণপূর্ত উপদেষ্টা বলেন, “৫ আগস্টের পরের পুলিশ হবে জনগণের পুলিশ।” তিনি পুলিশকে ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান জানান।
তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, “পুলিশ তখনই জনগণের পুলিশ হবে যখন পুলিশের কার্যক্রমে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়বে। পুলিশের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আইসিটি বিভাগ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাহারুল আলমের সভাপতিত্বে পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন, সভা বাস্তবায়ন উপকমিটির সভাপতি ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা। অনুষ্ঠানে পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভায় বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রস্তাব উত্থাপন করা হয়। এসময় উপদেষ্টারা পুলিশ কর্মকর্তাদের উত্থাপিত বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাসও দেন।
ঢাকা/এম/এস